
NL24 News
০৫ আগস্ট, ২০২৫, 6:20 AM

র্যাবের পৃথক অভিযানে গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার গ্রেফতার-১
আবুল হোসেন বাবলুঃ র্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাবের চলমান মাদক বিরোধী অভিযানে ৪ আগস্ট সকাল আনুমানিক সোয়া ১১ টার দিকে র্যাব-১৩ সদর কোম্পানীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন ভেলাগুড়ি ইউনিয়নের ছাতকদিঘী বাজারস্থ জাওরানী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের গেটের সামনে কাচা রাস্তার উপর অভিযান চালায়। অভিযানকালে ধৃত আসামীর হাতে থাকা প্লাস্টিকের ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানো ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার সহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামী লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন উত্তর জাওরানী গ্রামের শমসের আলীর ছেলে শফিকুল ইসলাম (৪৫)। একইদিন দুপুর ২টার দিকে র্যাব-১৩ ব্যাটালিয়ন সদর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন ৩নং তুষভান্ডার ইউপির ৮নং ওয়ার্ডস্থ কাঞ্চনশ্বর গ্রামের জনৈক মোঃ আব্দুল খালেক এর বাড়ীর সামনে দুল্লার বাজার থেকে আমিনগঞ্জগামী কাঁচা রাস্তার উপর অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি পালিয়ে গেলে পরিত্যাক্ত বস্তার ভেতর থেকে ৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।