ঢাকা ৩০ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন তৌহিদ আফ্রিদি কারাগারে রাজধানীর বসুন্ধরা থেকে অস্ত্রসহ ৬ যুবক গ্রেপ্তার উল্লাপাড়ায় বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীর নৌকার সংঘর্ষ, নিহত ২ ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ, নিহত ৩ ফোনে নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস টেকসই উন্নয়নের জন্য জীবনধারায় পরিবর্তন আনতে হবে: পরিবেশ উপদেষ্টা ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ নুরের ওপর হামলার নিন্দা ও তদন্তের নিশ্চয়তা প্রেস সচিবের নুরের ওপর হামলা সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

র‌্যাবের পৃথক অভিযানে গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার গ্রেফতার-১

#

০৫ আগস্ট, ২০২৫,  6:20 AM

news image

আবুল হোসেন বাবলুঃ র‍্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাবের চলমান মাদক বিরোধী অভিযানে ৪ আগস্ট সকাল আনুমানিক সোয়া ১১ টার দিকে র‌্যাব-১৩ সদর কোম্পানীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন ভেলাগুড়ি ইউনিয়নের ছাতকদিঘী বাজারস্থ জাওরানী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের গেটের সামনে কাচা রাস্তার উপর অভিযান চালায়। অভিযানকালে ধৃত আসামীর হাতে থাকা প্লাস্টিকের ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানো ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার সহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামী লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন উত্তর জাওরানী গ্রামের শমসের আলীর ছেলে শফিকুল ইসলাম (৪৫)। একইদিন দুপুর ২টার দিকে র‌্যাব-১৩  ব্যাটালিয়ন সদর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন ৩নং তুষভান্ডার ইউপির ৮নং ওয়ার্ডস্থ কাঞ্চনশ্বর গ্রামের জনৈক মোঃ আব্দুল খালেক এর বাড়ীর সামনে দুল্লার বাজার থেকে আমিনগঞ্জগামী কাঁচা রাস্তার উপর অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি পালিয়ে গেলে পরিত্যাক্ত বস্তার ভেতর থেকে ৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম