র্যাবের অভিযানে গাঁজা উদ্ধার ট্রাক ও মোটরসাইকেল জব্দ গ্রেফতার-৩
০১ সেপ্টেম্বর, ২০২৪, 4:54 PM
NL24 News
০১ সেপ্টেম্বর, ২০২৪, 4:54 PM
র্যাবের অভিযানে গাঁজা উদ্ধার ট্রাক ও মোটরসাইকেল জব্দ গ্রেফতার-৩
আবুল হোসেন বাবলুঃ র্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা এর মাদক বিরোধী অভিযানে ৩০ কেজি অবৈধ মাদকদ্রব্য শুকনো গাঁজা সহ ১টি ট্রাক ও ১টি মোটর সাইকেল জব্দ এবং ৩ জন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে। শনিবার ৩১ আগস্ট রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে র্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা'র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা'র গোবিন্দগঞ্জ থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় ঢাকাগামী একটি ট্রাক থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধারসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। র্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার, সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, রংপুর হতে একটি মালবাহী ট্রাকে মাদকদ্রব্য গাঁজা বহন করে ঢাকার দিকে নিয়ে যাচ্ছে। সহযোগীতায় রয়েছে একটি মোটরসাইকেল। এমন তথ্য পেয়ে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোবিন্দগঞ্জ থানার অন্তর্ভুক্ত গাইবান্ধা মোড় ফ্লাইওভার এর পূর্ব পাশে রংপুর-ঢাকা হাইওয়ে রোডগামী পাকা রাস্তায় চেকপোষ্ট স্থাপন করে। ১টি মালবাহী টাটা ট্রাক তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি।ল এবং ট্রাকের সাথে থাকা সহযোগীতাকারী ১টি মোটরসাইকেল জব্দ সহ ৩ জন কুখ্যাত মাদক কারবারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক কারবারীরা থানা ও জেলা-নড়াইল জেলার ভদ্রবেলা গ্রামের (বর্তমান ঠিকানা যশোর জেলা অভয়নগর থানাধীন বউখোলা গ্রামের) হারুন অর রশিদ এর ছেলে ট্রাক ড্রাইভার মোঃ নাহিদ, অভয়নগর থানাধীন ময়েল্লেম তলা গ্রামের মকবুল বিশ্বাস এর ছেলে ট্রাকের হেলপার নাজমুল বিশ্বাস ও একই গ্রামের নজরুল মোল্লার ছেলে মোটরসাইকেল আরোহী আব্বাস মোল্লা। ধৃত মাদক কারবারিরা কৌশলে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। উল্লেখ্য যে, তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ধৃত আসামীগণকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।