ঢাকা ২১ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
বিমান বিধ্বস্তে আহতদের বহনে মেট্রোরেলে বগি রিজার্ভ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা উত্তরায় বিধ্বস্ত বিমানের পাইলট লাইফ সাপোর্টে উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ১৯ ইলিশের দাম বেশি থাকার কারণ জানালেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে নিহত ১ সাতক্ষীরার সব থানায় অনলাইন জিডি সেবা চালু করলেন পুলিশ সুপার রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোটা থাকছে না: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সর্বকালের সেরা অবস্থানে লিটন

#

ক্রীড়া প্রতিবেদক

০১ জুন, ২০২২,  4:21 PM

news image

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের পরই আইসিসির টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থানে উঠে এসেছিলেন লিটন দাস। এবার নিজেকেই ছাড়িয়ে গেলেন উইকেটকিপার এই ব্যাটার। আইসিসির সবশেষ হালনাগাদ করা র‌্যাঙ্কিং অনুযায়ী, পাঁচ ধাপ এগিয়ে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ১২তম স্থানে উঠে এসেছেন লিটন দাস। তার বর্তমান রেটিং পয়েন্ট ৭২৪।  শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে দলীয় ব্যর্থতার ভিড়ে ব্যক্তিগত অর্জনও কম নয়। এই যেমন, লিটন দাসের সর্বকালের সেরা অবস্থানে উঠে আসা, পাশাপাশি মুশফিকুর রহিমের মাইলফলক কিংবা বল হাতে সাকিবের মুন্সিয়ানা।  লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে আইসিসির ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ২০তম স্থানে ছিলেন লিটন। প্রথম তথা চট্টগ্রাম টেস্টের পরপরই তিন ধাপ এগিয়ে আসেন। এরপর এবার আরও পাঁচ ধাপ এগোলেন। এদিকে, আইসিসির বর্তমান টেস্ট র‌্যাঙ্কিংয়ে সেরা বিশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন লিটন দাস। এর আগে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে কেউ কেউ সেরা বিশে জায়গা করে নিতে পারলেও লিটনের মতো ১২ তম বা এর চেয়ে ভালো করতে পারেননি অন্য কেউ। চলতি বছর দুর্দান্ত খেলছেন লিটন। ব্যাটিংয়ে দ্যুতি ছড়িয়েছেন ঘরের মাঠে সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও। চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরির কাছাকাছি তথা ৮৮ রানের অনবদ্য ইনিংস খেলার পর ঢাকা টেস্টে মুশফিককে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেট জুটিতে রেকর্ড গড়েছেন।প্রথম ইনিংসে ১৪১ রানের মহাকাব্যের পর দ্বিতীয় ইনিংসেও পঞ্চাশোর্ধ্ব রানের দেখা পেয়েছেন। আর তাতেই র‌্যাঙ্কিংয়ে নিজের ক্যারিয়ার সেরা তো বটেই, বাংলাদেশেরও সর্বকালের সেরা র‌্যাঙ্কিংয়ে নিজের নাম লিখিয়েছেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম