ঢাকা ২৯ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত নির্বাচনে মতামত দেওয়ার অধিকার রাখে না: রিজওয়ানা হাসান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি জান্নাতের টিকিট বিক্রিকারীরা মুনাফেক: পার্থ বাংলাদেশের নির্বাচন নিজস্ব উদ্যোগে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র ব্যাংকের ধস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে: পরিকল্পনা উপদেষ্টা আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই: জামায়াত আমির যাত্রাবাড়ীতে পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত কেউ উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দেবেন না : মির্জা আব্বাস ৭ম গগণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের ১১ দফা নির্দেশনা দিলো এনটিআরসিএ

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র কারখানার সন্ধান, আটক ৩

#

নিজস্ব প্রতিনিধি

০৮ নভেম্বর, ২০২১,  10:30 AM

news image

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে বলে দাবি করছে র‍্যাব। র‍্যাব বলছে, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের এক্সটেনশন ৪-এর পাশে গতকাল রোববার দিবাগত রাত থেকে আজ সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে কারখানাটি শনাক্ত করে সেখান থেকে ১০টি দেশীয় তৈরি অস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় তিন জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন কুতুপালং সি ব্লকের বাইতুল্লাহ (১৯), তাঁর ভাই হাবিব উল্লাহ (৩২) এবং একই ক্যাম্পের জি ব্লকের মোহাম্মদ হাছুন (২৪)। তাঁরা ওই কারখানার অস্ত্র তৈরির কারিগর বলে দাবি র‍্যাবের। র‍্যাব-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়েরুল ইসলাম দাবি করেন, খবর ছিল, দীর্ঘদিন ধরে একটি চক্র কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের গহীন বনে কারখানা তৈরি করে অস্ত্র বানিয়ে আসছে। আর, এ কারখানা থেকে রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবারহ করা হচ্ছিল। এমন তথ্যের ওপর ভিত্তি করে গতকাল রোববার মধ্যরাত থেকে আজ সোমবার ভোর পর্যন্ত কুতুপালং ক্যাম্পের এক্সটেনশন-৪-এর গহীন পাহাড়ে অভিযান চালায় র‍্যাব। পরে তথ্য অনুযায়ী কারখানাটি শনাক্ত করে সেখানে অভিযান চালাতে গেলেই র‍্যাবকে লক্ষ করে গুলি চালানো হয়। পরে চার ঘণ্টার বেশি সময় গুলিবিনিময়ের পর কারখানাটি নিয়ন্ত্রণে নেওয়া হয়। পরে সেখান থেকে ১০টি অস্ত্র, বিপুল অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। এ ছাড়া আটক করা হয় তিন জন রোহিঙ্গা অস্ত্র কারিগরকে। লেফটেন্যান্ট কর্নেল খায়েরুল ইসলাম আরও দাবি করেন, গোলাগুলির ফাঁকে বেশ কয়েকজন সন্ত্রাসী পাহাড়ের দিকে পালিয়ে যায়। তিনি জানান, ক্যাম্পের মধ্যে সব সন্ত্রাসী ও অস্ত্র কারখানার সন্ধান করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম