রোদগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক নিহত
নিজস্ব প্রতিনিধি
০৩ জুলাই, ২০২৫, 12:59 PM

নিজস্ব প্রতিনিধি
০৩ জুলাই, ২০২৫, 12:59 PM

রোদগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক নিহত
নওগাঁর পোরশা উপজেলার রোদগ্রাম সীমান্তে গরু চরাতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ইব্রাহিম (৪০) নামের এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলার নিতপুর ইউনিয়নের ২২৬নং পিলার সংলগ্ন সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম একই এলাকার সৈয়দ মণ্ডলের ছেলে। স্থানীয় বাসিন্দা ও নিহতের প্রতিবেশী মতিউর রহমান জানান, সকাল সাড়ে ৯টার দিকে ইব্রাহিম সীমান্ত এলাকায় গরু চরাতে যান। এসময় ভারতের আগ্রাবাদ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। ঘটনাস্থলেই ইব্রাহিম মারা যান বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, দুপুর পর্যন্ত ইব্রাহিমের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজিবি নিতপুর ক্যাম্পের ইনচার্জ সুবেদার মাহফুজ আলম। তিনি বলেন, “নিতপুর সীমান্তের ২২৬নং পিলারের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তবে বিএসএফ এখনো গুলি চালানোর ঘটনা অস্বীকার করছে।” এ ঘটনায় সীমান্ত এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিহতের পরিবারের আহাজারিতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে, আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বিএসএফের এই আচরণে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় জনসাধারণ। তারা দ্রুত লাশ ফেরত ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। ঘটনার পরপরই বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে। তবে বৈঠকের নির্ধারিত সময় এখনো জানানো হয়নি।