ঢাকা ০৪ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
আমারও বলব বাংলা-বিহার-উড়িষ্যা ফিরিয়ে দাও: রিজভী দেশে বড় সন্ত্রাসী হামলার আশঙ্কা, সীমান্তে সতর্ক বিজিবি মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি বিএনপি নেতা হারিছ চৌধুরীর পালিয়ে যাওয়া ৭০ জঙ্গিসহ ৭০০ বন্দিকে এখনও গ্রেপ্তার করা যায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গাড়িতে বসালো জিপিএস ট্র্যাকার নতুন মামলায় সাবেক ৪ মন্ত্রীসহ গ্রেফতার ৯ পাকিস্তান থেকে আসছে ২৫ হাজার টন চিনি মুন্নী সাহা সংশ্লিষ্ট অ্যাকাউন্টে বেতনের বাইরে জমা হয় ১৩৪ কোটি সব নাগরিকের নিরাপত্তায় অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র কানাডাকে অঙ্গরাজ্য বানাতে চান ট্রাম্প!

রোগ থেকে মুক্তি মিলবে আঙুল ম্যাসাজে

#

০২ ডিসেম্বর, ২০২৩,  3:53 PM

news image

শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ হাত। এই হাত দিয়েই আমরা প্রায় সব কাজ করি। হাতের আঙুলগুলো দিয়ে সারাক্ষণ শুধু কাজই করিয়ে নিচ্ছি। যে কোনো কাজ করতে হাত বিশেষত আঙুলের প্রয়োজন খুব বেশি। শরীরে নানা অসুখে আমাদের নানা চিকিৎসা থাকে। কিন্তু হাতের আঙুল ম্যাসেজেও যে অনেক রোগ থেকে মুক্তি মিলে এটা অনেকেরই জানা নেই। নিয়মিত আঙুল ম্যাসাজ অ্যাজমা এবং হৃদরোগ, হজম সমস্যা, মাথাব্যথাসহ অনেক সমস্যা থেকে দূর করে। এমনকি আবেগের ভারসাম্য নিয়ন্ত্রণেও আঙুলের ম্যাসাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জেনে নিন, কোন আঙুল ম্যাসাজে কোন রোগ থেকে মুক্তি মেলে 

কনিষ্ঠ

হৃদযন্ত্র ও ক্ষুদ্রান্ত্রের সঙ্গে সংযুক্ত থাকে হাতের কনিষ্ঠ আঙুল। তাই হার্টের বা হাড়ের সমস্যায় কনিষ্ঠ আঙুলের ম্যাসাজ ভালো কাজ করে। সেই সঙ্গে আত্মবিশ্বাস বাড়ায়, অনিশ্চয়তা এবং দুর্বলতা কাটাতে সাহায্য করে।  

অনামিকা

হাঁপানি, ত্বকের সমস্যা এবং হজমের সমস্যায় অনামিকা আঙুল ম্যাসাজ করুন। মানসিক উত্তেজনা কমাতেও কাজ করে অনামিকা ম্যাসেজ।  

মধ্যমা

খুব রাগ হচ্ছে অথবা অনেক ক্লান্ত লাগছে মধ্যমা আঙুল ম্যাসাজ করলে রাগ ও ক্লান্তি দূর হয়।

তর্জনী

হজম সমস্যা, মাংসপেশিতে ব্যথা, দাঁতে ব্যথা, ব্যাকপেইন প্রভৃতি সমস্যা থাকলে তর্জনীর ম্যাসাজ করুন নিয়মিত।

বৃদ্ধাঙ্গুল

বৃদ্ধাঙ্গুল ম্যাসাজে মানসিক উদ্বেগ এবং চাপ কমে। মাথাব্যথা কমাতেও বৃদ্ধাঙ্গুল ম্যাসাজ করতে পারেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম