ঢাকা ৩১ মার্চ, ২০২৩
সংবাদ শিরোনাম
ফের বাড়ল হজযাত্রী নিবন্ধনের সময় জেসমিনের মৃত্যু : মেজরসহ ১১ জন ক্লোজড ঢেঁড়স চাষে লালমনিরহাটে কৃষকের আগ্রহ বাড়ছে বিএনপি কখনো এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না : ওবায়দুল কাদের বিএনপি এখনো স্বাধীনতা বিরোধীদের আশ্রয়স্থল সাংবাদিক শামসুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ জেসমিনের মৃত্যুর ঘটনায় সেই যুগ্মসচিবের বিরুদ্ধে তদন্ত শুরু পশ্চিমাদের উদ্বেগে দেশের ভাবমূর্তি নষ্ট হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদের ৬ দিন ফেরিতে ট্রাক-কাভার্ডভ্যান পারাপার বন্ধ জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় নিহত ২

রেকর্ড গড়ে আইরিশদের বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

১৮ মার্চ, ২০২৩,  9:24 PM

news image

আইরিশদের ১৮৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার দিন আজ। ২৫ বছরের একদিনের ক্রিকেটে এটি টাইগারদের দলীয় সর্বোচ্চ স্কোর। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সাকিব আল হাসান ও তৌহিদ হৃদয়ের চমক দেখানো ব্যাটিংয়ে সিলেটে রচিত হয়েছে নতুন ইতিহাস। শনিবার (১৮ মার্চ) আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৮ রান স্কোর বোর্ডে তুলে বাংলাদেশ।  এর আগে বাংলাদেশের সর্বোচ্চ রানের ইতিহাস ছিল ৩৩৩। ২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৩৩ রান। সেবারও ৮ উইকেটে এ রান তুলেছিলো টাইগাররা।  শনিবার (১৮ মার্চ) টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে তামিম ইকবাল (৩), লিটন দাস (২৬) ও নাজমুল হাসান শান্তরা (২৫) নামের প্রতি সুবিচার করতে পারেননি। ৮১ রানে ৩ উইকেট হারিয়ে ধুকছিল বাংলাদেশ। সেখান থেকে ১৩৫ রানের জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান সাকিব আল হাসান ও অভিষিক্ত তৌহিদ হৃদয়। ৯৩ রানে ফেরেন সাকিব। এরপর মুশফিকের সঙ্গে ৮০ রানের জুটি গড়ে ফেরেন হৃদয় (৯২)। ১৬ বলে ৪৪ রানের ক্যামিও ইনিংস খেলেন মুশফিক। শেষ দিকে ইয়াসির আলী (১৭), তাসকিন ১১ ও নাসুম ১১ রান করেন। তবে হৃদয় ছোয়া ব্যাটিং করে সাকিব ও তৌহিদ হৃদয় তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে আইরিশদের সামনে ৩৩৯ রানের বড় লক্ষ্য ছুড়ে দেয় টাইগাররা। বাংলাদেশের হয়ে হাফ সেঞ্চুরি করেছেন সাকিব ও তৌহিদ হৃদয়। যেভাবে খেলছিলেন, তাতে সেঞ্চুরি পেতে পারতেন অবলীলায়ই। কিন্তু নার্ভাস নাইনটিনের ঘরে দুজনই আউট হয়ে সাজঘরে ফিরেন। সাকিব ৯৩ রানে ও তৌহিদ হৃদয় আউট হয়েছেন ৯২ রানে।  হিউমের বলে উইকেটের পেছনে যখন ক্যাচ দেন সাকিব ততক্ষণে ৯ চারে ৮৯ বলে ৯৩ রান করেছেন তিনি। সাকিবের সেঞ্চুরি না পাওয়ার ১৩৭০ দিন হয়ে গেল। সর্বশেষ ২০১৯ সালের ১৭ জুন সেঞ্চুরি করেছিলেন তিনি। তবে ৯৩ রানে আউট হয়ে সাকিব আরেকটি খারাপ রেকর্ডও নিজের করে নিয়েছেন। মুশফিকের রহিমের সঙ্গে যৌথভাবে ওয়ানডেতে চতুর্থ ও সব মিলিয়ে অষ্টমবারের মতো ‘নার্ভাস নাইন্টিজে’ আটকে গেছেন তিনি।   ওয়ানডে দলে যুক্ত হওয়া অভিষেক ইনিংসে তৌহিদ হৃদয় আজ সিলেট স্টেডিয়ামে থাকা দর্শকদের হৃদয় ছুয়ে গেছে। তার ৯২ রানের ইনিংসটা ছিলো দুর্দান্ত। তিনি ৮৫ বলে ৮টি চার আর ২টি ছাক্কার মার মারেন।  মুশফিকের ব্যাটও হেসেছে আজ। তিনি ২২ বলে ৪৪ রান করেছেন। তার  ইনিংসে ছিলে ৩টি ছক্কা ও ৩টি চার।  এর আগে আইরিশদের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে চাপে পড়ে বাংলাদেশ। ইনিংসের শুরুতেই অধিনায়ক তামিম ইকবালকে হারায় স্বাগতিকরা। ৯ বলে ৩ রান করেন বাংলাদেশ অধিনায়ক। ১৫ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশের হাল ধরেছেন নাজমুল হোসেন শান্ত ও ওপেনার লিটন দাস। তবে দারুণ খেলতে থাকা লিটনের বিদায়ে ভাঙল এই জুটি। ক্যাম্ফারের বলে স্টার্লিংয়ের ক্যাচ হয়ে ফেরার আগে ৩১ বলে ২৬ রান করেন লিটন। তার বিদায়ে ভাঙে ৪২ বলে ৩৪ রানের জুটি। বাংলাদেশের দেওয়া ৩৩৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা খুব একটা ভালো ছিল না আয়ারল্যান্ডের। দুই ওপেনার স্টিফেন দোহেনি ও পল স্টার্লিং কিছুটা রান করলেও পরের ব্যাটার নিজেদের রান দুই অঙ্কের কোটায় নিতে পারেননি।  দোহেনি ৩৪ ও স্টার্লিং ২২ রানে আউট হন। এরপর জর্জ ডর্কলার একপ্রান্তে প্রতিরোধ গড়লেও অন্যপ্রান্তের আয়ারল্যান্ডের ব্যাটাররা আসা যাওয়ার ছিলে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সফরকারীরা ১৫৫ রান তুলতেই সবকটি উইকেট হারায়।  বাংলাদেশের হয়ে উইকেটের পেছনে তিনটি ক্যাচ নেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। বাংলাদেশের হয়ে নাসুম ও ইবাদত হোসেন ৩টি করে উইকেট নেন।  তাসকিন আহমেদ ২টি সাকিব আল হাসান নেনে ১টি উইকেট।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন ও নাসুম আহমেদ।

আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ড্রু বলবার্নি (অধিনায়ক), মার্ক এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম