ঢাকা ১৩ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
রিয়া মনির মামলায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রায়গঞ্জ ও উল্লাপাড়ায় নদী থেকে ২ জনের মরদেহ উদ্ধার বরগুনায় আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন রাজধানীতে পুলিশের গাড়িতে আগুন নির্বাচিত সংসদ ছাড়া জুলাই সনদের আইনি ভিত্তি সম্ভব নয়: রিজভী ১০ মাসে দেশে ঢুকেছে আরও ১ লাখ ৩৬ হাজার ৬৪০ রোহিঙ্গা বরগুনায় নতুন এসিজি ও ইয়েস সদস্যদের জন্য ‘প্যাক্টঅ্যাপ’ ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজধানীর মিরপুরে বাসে আগুন ব্রাহ্মণবাড়িয়ার গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন শাপলা চত্বরে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দুই মাসের মধ্যে দাখিলের নির্দেশ

রায়গঞ্জ ও উল্লাপাড়ায় নদী থেকে ২ জনের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১২ নভেম্বর, ২০২৫,  4:32 PM

news image

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলায় ফুলজোড় নদীর পৃথকস্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।  বুধবার (১২ নভেম্বর) সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মরদেহ দুটির মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি রায়গঞ্জ উপজেলার চর ফরিদপুর গ্রামের গরু ব্যবসায়ী আব্দুল লতিফ (৪৫)। অপরজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি। জানা গেছে, রায়গঞ্জ উপজেলার গরু ব্যবসায়ী আব্দুল লতিফ দীর্ঘদিন ধরে গবাদিপশুর ক্রয়-বিক্রয়ের সঙ্গে যুক্ত ছিলেন। রোববার (৯ নভেম্বর) রাতে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তাকে পাননি। বুধবার (১২ নভেম্বর) সকালে স্থানীয়রা বাড়ির পাশের ফুলজোড় নদীতে লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করে। সলঙ্গা থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী বলেন, প্রাথমিক তদন্তে আমরা এখন পর্যন্ত কোনো কিছু পায়নি। তথ্য উদঘাটনের চেষ্টা চলছে। সলঙ্গা থানা পুলিশের ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপরদিকে একইদিন সকালে উল্লাপাড়া উপজেলার চকিদহ ব্রিজের নিচে ফুলজোড় নদীতে আরও এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, সকাল ১০টার দিকে স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে আনুমানিক ৩৬ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করে। পরনে ছিল নীল লুঙ্গি ও কমলা রঙের জ্যাকেট। উল্লাপাড়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বলেন, নাম পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ এখনও থানায় আসেনি। থানায় আনার পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম