ঢাকা ২৫ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন, ফুলের মালা দিয়ে বরণ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান কাঁধে ধান নিয়ে সারারাত নেতার জন্য অপেক্ষা ঢাকায় আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা হাড় কাঁপানো শীতে কাবু উত্তরের জনজীবন ৫০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে ‘জুলাইযোদ্ধা’ সুরভী গ্রেফতার ‘লিডার আসছে’ স্লোগানে মুখর ঢাকার রাজপথ সিলেট থেকে ঢাকার পথে তারেক রহমান তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দরে বিএনপির শীর্ষ নেতারা তারেক রহমানের প্রত্যাবর্তন গণতন্ত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় মুহূর্ত : সালাহউদ্দিন

রাষ্ট্রপতি পদের যোগ্যতা আমার নেই: কাদের

#

নিজস্ব প্রতিবেদক

১২ জানুয়ারি, ২০২৩,  1:08 PM

news image

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে এ কথা বলেন তিনি। ২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারি দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মো. আবদুল হামিদ। এরপর ২৪ এপ্রিল দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। সংবিধান অনুযায়ী, আবদুল হামিদের আবারও রাষ্ট্রপতি হওয়ার সুযোগ নেই। তাই মেয়াদ শেষের আগেই নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে চলছে গুঞ্জন। এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘ওই পদে বসার যোগ্যতা আমার নেই। মাননীয় প্রধানমন্ত্রী আলাপ আলোচনা করছেন, খোঁজখবর নিচ্ছেন। সময় হলে জানতে পারবেন।’ বিএনপি ও জামায়াত একই মুদ্রার এপিঠ-ওপিঠ উল্লেখ করে তিনি বলেন, জামায়াত ছাড়া বিএনপি শক্তিহীন। নেতিবাচক রাজনীতি করতে করতে তারা এমন স্থানে পৌঁছেছেন, বিএনপিকে বড় মিছিল করতে হলে, সমাবেশ করতে জামাতের সমর্থক কর্মী লাগবে। জামায়াত নিষিদ্ধ নিয়ে প্রশ্ন করা হলে কাদের বলেন, ‘এটা আদালতের বিষয়। এ বিষয়ে আমরা সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিইনি। আদালতের বিষয় দলীয় ভূমিকা যুক্তিসঙ্গত হবে না।’ বিএনপির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘পরের নির্বাচনে আমাদের নেতৃত্ব দেবেন শেখ হাসিনা। কিন্তু তাদের মধ্যে নেতা কে, কাকে নিয়ে তারা নির্বাচন করবেন? বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান কেউই নির্বাচনে আসতে পারবেন না। কাকে সামনে রেখে তারা নির্বাচন করবেন? মন্ত্রী বলেন, ‘বুধবার (১১ জানুয়ারি) বিএনপির অনেক বড় বৈঠক হয়েছে। আমাদের আলোচনা সভাও বড় সমাবেশে রূপ নিয়েছে। ফরিদপুরে তাদের মিটিং থেকে পুলিশের ওপর ইটপাটকেল ছুড়েছে। তবে কোথাও কোনো সহিংস পরিস্থিতি হয়নি। পরিস্থিতি বেশিদূর গড়ায়নি।’ বিএনপি শোভাযাত্রা করলে আমরা শান্তি সমাবেশ করব জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘বিএনপির আন্দোলন নিয়ে আমরা সতর্ক থাকব। তারা যাতে সহিংস পরিস্থিতি তৈরি করতে না পারে, সে ব্যাপারে আমরা নিজেদের অবস্থান পরিবর্তন করিনি। আমরা রাজপথে আছি। রাজপথ আমরা ছাড়ব না। জনগণের জানমাল রক্ষার দায়িত্ব পালন করব।’ বুধবার বিএনপির কর্মসূচি ঘিরে ঢাকার বাইরে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও রাজধানীতে কোনো ঘটনা ঘটেনি জানিয়ে কাদের বলেন, সমাবেশ ও অবস্থানকে কেন্দ্র করে যাতে জানমালের ক্ষতি না হতে পারে, আর কোনো সহিংসতার সৃষ্টি না হয় সেজন্য সতর্ক অবস্থানে আছে আওয়ামী লীগ। বিএনপির সঙ্গে আমরা কোনো পাল্টাপাল্টি কর্মসূচি দেয়নি। এটি ১০ জানুয়ারি উপলক্ষে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত অবস্থান ছিল জানিয়ে কাদের আরও বলেন, বিএনপিসহ বিভিন্ন দলের জগাখিচুড়ি ও অর্থহীন ঐক্য কতটা টেকসই হবে, সেটা সময়ই বলে দেবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম