ঢাকা ৩১ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ভোটকেন্দ্র দখল করলে একজনও বাড়ি ফিরতে পারবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী বগুড়া বিএনপির ঘাঁটি, এর দায়িত্ব আপনাদের সঁপে দিলাম: তারেক রহমান জামায়াতের মুখে একটা, আর গোপনে বৈঠক করে ভারতের সঙ্গে: চরমোনাই পীর ভুটানের জালে ১১ গোল দিয়ে সাফে উড়ন্ত সূচনা বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ: আইসিসি-বাংলাদেশ দ্বন্দ্বে নিজেদের অবস্থান পরিষ্কার করল শ্রীলঙ্কা ৭০ হাজার ফিলিস্তিনিকে হত্যার কথা স্বীকার করল ইসরাইল বগুড়ায় জেলা বিএনপির মতবিনিময় সভায় তারেক রহমান বিএনপি সরকারে গেলে পর্যায়ক্রমে বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে ইন্টারনেট দেবে: মাহদী আমিন স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয় : মির্জা ফখরুল নির্বাচনে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে

রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা নবায়ন করল ইউরোপীয় ইউনিয়ন

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ জানুয়ারি, ২০২৩,  10:27 AM

news image

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মস্কো পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব সংকোচনে সফল হয়েছে। ইউক্রেন যুদ্ধের সূচনা থেকে আমেরিকা এবং তাদের মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করাসহ কঠোর চাপ দিয়ে এসেছে। যদিও রাশিয়া সকল নিষেধাজ্ঞা ও চাপের জবাব সঙ্গে সঙ্গেই দিয়েছে। এরকম পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিল গত ২৭ জানুয়ারি (শুক্রবার) রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা নবায়ন করেছে। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রাশিয়ার বিরুদ্ধে বর্তমান নিষেধাজ্ঞা পরিস্থিতিকে নয়া বাস্তবতা বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন,

মস্কো বিদেশি চাপের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞা তাই তেমন কোনো প্রভাব ফেলছে না। ল্যাভরভ আরও বলেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা চালু থাকলে পিরিস্থিতি কাটিয়ে ওঠার প্রক্রিয়াও অব্যাহত থাকবে। তিনি বলেন: বৈদেশিক বাণিজ্য খাতে মস্কো নজিরবিহীনভাবে লক্ষ্যমাত্রার চেয়েও উদ্বৃত্ত আয়ের ব্যাপারে আশাবাদী। বৈদেশিক বাণিজ্যে মস্কো এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার দেশগুলোর দিকে যেমন দৃষ্টি দিয়েছে তেমনি পণ্যের দামেও এনেছে লক্ষ্যণীয় পরিবর্তন। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ধারণা করা হয়েছিল ২০২২ সালের শেষ নাগাদ রাশিয়ার জিডিপি ১০ থেকে ২০ শতাংশ হ্রাস পাবে। কিন্তু বছর শেষে দেখা গেছে মাত্র ২.৫ শতাংশ হ্রাস পেয়েছে। ইউক্রেনে যুদ্ধের অজুহাতে রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার ব্যাপারে সাবেক প্রেসিডেন্ট এবং রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান মেদভেদেফ একটি বক্তব্য দিয়েছেন। গত ২৩ জানুয়ারিতে দেওয়া ওই বক্তৃতায় তিনি বলেছেন: রাশিয়ার বিরুদ্ধে বিচিত্র শত্রুতার কারণে বিশ্ব আজ তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে আছে। সূত্র : পার্সটুডে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম