ঢাকা ২২ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
ফেঞ্চুগঞ্জে গণপ্রকৌশল দিবস ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জেলা কমিটি গঠিত গুগলের বিজ্ঞাপন ব্যবসা ভেঙে দিতে যুক্তরাষ্ট্রের আবেদন বিচার বিভাগ ব্যর্থ হলে, রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয়ে যায়: প্রধান বিচারপতি আশুলিয়ার ভূমিকম্প নরসিংদীর আফটার শক জামায়াত ফ্যাসিবাদবিরোধী দৃশ্যমান কিছুই করেনি : মির্জা ফখরুল ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস সন্দেহ-অবিশ্বাসের ভিত্তিতে দেশের পরিবর্তন সম্ভব নয়: রিজওয়ানা গাজায় খাদ্যসঙ্কট কিছুটা কমেছে: জাতিসংঘ দেশে ফের ভূমিকম্প অনুভূত পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ: রাজউক চেয়ারম্যান

রামনা ইউনিয়নে বিএনপি প্রার্থীর গণসংযোগ ও পথসভায় মানুষের ঢল

#

২২ নভেম্বর, ২০২৫,  11:00 AM

news image

মাসুদ রেজা ফয়সালঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে ৫ ঘটিকায় খোলপুটুয়া স্কুল মাঠে ধানের শীষ মার্কার প্রার্থী ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম মণি’র সমর্থনে এ পথসভার আয়োজন করে রামনা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনসমূহ। সভায় স্থানীয় বিএনপি নেতাকর্মী ছাড়াও হাজারো মানুষ উপস্থিত ছিলেন। রামনা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ ইদ্রিস সিকদারের সঞ্চালনায় ও আহবায়ক হাওলাদার মোঃ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বামনা উপজেলা বিএনপির আহবায়ক আবুল কালাম আজাদ রানা, এ সময় তিনি বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা এখন সময়ের দাবি। ধানের শীষ শুধু একটি প্রতীক নয়—এটি মানুষের অধিকার, স্বাধীনতা ও পরিবর্তনের প্রত্যাশার প্রতীক। বরগুনা-২ আসনে নুরুল ইসলাম মণি জনগণের বিশ্বাস অর্জন করা একজন পরীক্ষিত নেতা" তিনি আরও বলেন, “এই নির্বাচনে জনগণ শান্তি, ন্যায়বিচার ও উন্নয়নের পক্ষে রায় দেবে। তাই নেতাকর্মীদের দায়িত্ব হচ্ছে ভোটারদের পাশে দাঁড়ানো এবং তাদের সঠিক সিদ্ধান্ত নিতে উৎসাহিত করা। প্রধান বক্তা মোঃ রুহুল আমীন শরীফ বলেন, “বরগুনা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম মণি শুধু দলের নয়—এ এলাকার মানুষের আস্থার প্রতীক। তিনি দীর্ঘদিন ধরে জনগণের পাশে থেকে কাজ করেছেন। তাই এই মুহূর্তে তাঁর বিকল্প কেউ নেই।” তিনি আরও বলেন, “নেতাকর্মীদের মাঝে যে ক্ষুদ্রতম ভেদাভেদ আছে, এখনই তা ভুলে একতাবদ্ধ হওয়ার সময়। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে প্রত্যেকটি ঘরে পৌঁছাতে হবে, প্রতিটি ভোটারের সঙ্গে যোগাযোগ রাখতে হবে।” বিশেষ অতিথি মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, “বরগুনা-২ আসনের মানুষের আস্থা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে বিএনপি উচ্চ নেতৃত্ব অত্যন্ত বিবেচনার সঙ্গে আলহাজ্ব নুরুল ইসলাম মণিকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি, সামাজিক উন্নয়ন এবং মানুষের দুঃসময়ে পাশে থাকার মাধ্যমে নিজেকে জনগণের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।” তিনি আরও বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনে বিজয় নিশ্চিত করতে হলে বিএনপি নেতাকর্মীদের ঐক্যই হবে সবচেয়ে বড় শক্তি। আমরা সবাই যদি একযোগে মাঠে কাজ করি, জনগণের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দিই—তাহলে নুরুল ইসলাম মণিকে বিপুল ভোটে বিজয়ী করা অবশ্যই সম্ভব।” সভা শেষে ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম