ঢাকা ১৬ এপ্রিল, ২০২৫
সংবাদ শিরোনাম
দুই সপ্তাহের মধ্যে চাউলের দাম সহনীয় হবে : বাণিজ্য উপদেষ্টা সাভারে পৃথক ঘটনায় ৩ ছিনতাইকারী ও মাদক ব্যাবসায়ীসহ গ্রেপ্তার ৬ বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার ১৮৯ টাকা নির্ধারণ হজযাত্রীদের জন্য ‘সৌদি পারমিট’ নিয়ে নতুন নির্দেশনা সাদা বলের সিরিজ খেলতে আগস্টে বাংলাদেশে আসছে ভারত আউটসোর্সিং সেবা কর্মীদের জন্য সেবাগ্রহণ নীতিমালা জারি ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরি করা যাবে: আলী রীয়াজ শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ‘৫ বছর ক্ষমতায় থাকা নিয়ে আমি কিছু বলিনি, জনগণ বলেছে’ ডাকসু নির্বাচনের টাইমলাইন ঘোষণা

রাজশাহীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত

#

নিজস্ব প্রতিনিধি

০৭ এপ্রিল, ২০২৫,  11:59 AM

news image

রাজশাহীতে দুটি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছেন।  রোববার (৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে খড়খড়ি বাজার এলাকার বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাজশাহী-নাটোর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন—জুয়েল আহমেদ (৪০), নাসিম উদ্দিন (৪৫) ও মিজানুর রহমান (৩২)। তাদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার রাণীহাটি ইউনিয়নের ঘোড়া পাখিয়া গ্রামে। তবে প্রাথমিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলার রাণীহাটি ইউনিয়নের নেতাকর্মীরা ভ্রমণ ও জিয়ারত করতে দুটি বাসে রওনা দেন। সফরের গন্তব্য ছিল পদ্মা সেতু, বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মুজাহিদ, কাদের মোল্লাসহ কয়েকজন প্রয়াত জামায়াত নেতার কবর জিয়ারত। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে একটি বাস রাস্তার পাশের খাদে পড়ে যায়। আর অপর বাস ও ট্রাক সড়কের ওপরে মুখোমুখি অবস্থায় ছিল। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের রামেক হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজশাহী মহানগর জামায়াতের নেতারা। মহানগর জামায়াতের সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার জানান, দুটি বাসে প্রায় ৯০ জন যাত্রী ছিলেন। যাদের সবাই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থক। রামেক হাসপাতালের মুখাপত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, হাসপাতালে প্রায় ৫০ জনের মতো চিকিৎসা নিতে আসেন। এরমধ্যে একজন মারা যান। গুরুতর আহত অবস্থায় ৪০ জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সাবিনা ইয়াসমিন দুর্ঘটনায় তিনজন নিহতের তথ্য নিশ্চিত করে বলেন, আহতদের রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম