ঢাকা ১৭ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি বিকেলে তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত আরও ৭ দেশের নাগরিকের জন্য ট্রাম্পের বড় দুঃসংবাদ আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ বাংলাদেশে সংসদ নির্বাচনে পর্যবেক্ষণ মিশন নিয়োজিত করেছে ইইউ ‘আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না’ বন্ধ হচ্ছে গুগলের ‘ডার্ক ওয়েব রিপোর্ট’ ফিচার নোয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার প্রবাসী ভোটার নিবন্ধন সংখ্যা ছাড়াল চার লাখ ৫৬ হাজার ইরানে বন্দুকধারীর সঙ্গে সংঘর্ষে তিন পুলিশসহ নিহত ৪

রাজধানীর ক্ষীলক্ষেতে সরকারি পন্য কালোবাজারির সময় ট্রাক জব্দসহ ড্রাইভার আটক

#

১৫ ডিসেম্বর, ২০২৫,  10:30 PM

news image

আবু বক্কর সিদ্দিক: রাজধানীর ক্ষীলক্ষেতে সরকারি পন্য কালোবাজারির সময় ট্রাক জব্দসহ ড্রাইভার আটক করেছে ক্ষীলক্ষেত থানা পুলিশ। রবিবার রাতে সরকারি খাদ্যগুদাম এলএসডি গোডাউন থেকে ওএমএস পন্য চাউল ও আটা নির্দিষ্ট পয়েন্টে না নিয়ে ভিন্ন স্থানে কালোবাজারির উদ্দেশ্যে নেওয়ার সময় পন্যবাহী গাড়ীটি সাংবাদিকদের সহযোগিতায় পুলিশ জব্দ করে। এ সময় ট্রাক ড্রাইভার সাইফুল্লাহ(২৫) কে আটক করা হয়। এ ঘটনায় সাংবাদিক মোঃ নজরুল ইসলাম রিটন বাদী হয়ে ট্রাক ড্রাইভার মোঃ সাইফুল্লাহ (২৫)কে আসামী করে অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা ০৭.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, উল্লেখিত বিবাদী তুরাগ এলাকার জন্য বরাদ্ধকৃত ওএমএস চাল, আটা খিলক্ষেত থানা এলাকায় অবৈধভাবে বিক্রয়ের জন্য একটি পিকআপে করে নিয়ে আসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ইং ১৪/১২/২০২৫ তারিখ রাত্র আনুমানিক ০৯.১৫ ঘটিকার সময় খিলক্ষেত থানাধীন খিলক্ষেত বাজারে একটি পিকআপে বোঝাইকৃত ওএমএস এর চাল ও আটা নিয়ে আসতে দেখে আমি ও সঙ্গীয় সাক্ষীগন প্রাপ্ত সংবাদের সত্যা যাচাই করার জন্য পিকআপ এর চালক উল্লেখিত বিবাদীকে জিজ্ঞাসাবাদ করি। উক্ত বিবাদী আমাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করেন যে, পিকআপে থাকা ওএমএস এর চাল ও আটা নলভোগ, তুরাগ এলাকায় নিয়ে যাওয়ার কথা, কিন্তু সে চাল ও আটা গুলো অবৈধভাবে বিক্রয় করার জন্য গোপনে এখানে নিয়ে এসেছে। তার স্বীকারোক্তির ভিত্তিতে আমি ও আমার সাথে থাকা সাক্ষীগন ওএমএস এস চাল ও আটা বোঝাইকৃত পিকআপটি তাকে সহ খিলক্ষেত থানার সামনে নিয়ে আসি। পরবর্তীতে খিলক্ষেত থানার এসআই (নিঃ) ফজলে রাববী আমাদের উপস্থিতিতে ওএমএস এর চাল ০৩ (তিন) টন ও আটা ০৩(তিন) টন এবং পিকআপ, যার রেজিঃ নং-ঢাকা মেট্রো ন-১৬-১৪০২ জব্দ তালিকা মূলে জব্দ করেন ও পিকআপ এর চালককে থানা হেফাজতে নেন। খোঁজ নিয়ে জানা যায়, ডিলার আনোয়ার হোসেন চোরাকারবারীর সদস্য সুজনের নিকট ডিও বিক্রি করে দিয়েছে। সুজন উক্ত পন্য তার ক্ষীলক্ষেত আমতলার গোডাউনে রেখে সেখানে সরকারী বস্তা পাল্টিয়ে মনগড়া ব্রান্ডের বস্তায় ঢুকিয়ে দেশের বিভিন্ন স্থানে চড়াদামে পন্য বিক্রি করে আসছেন দীর্ঘদিন ধরে। এ ব্যাপারে মামলার বাদী নজরুল ইসলাম রিটন বলেন, আমরা সাংবাদিকরা বিশ্বস্ত সূত্রে জানতে পারি, সরকারি ওএমএস এর পন্য কালোবাজারির জন্য নিয়ে যাচ্ছে। পণ্য ভর্তি ট্রাকটি ক্ষীলক্ষেত রেল লাইন ক্রস করলে আমরা গতিরোধ করে কাগজ চেক করি। কাগজে উল্লেখ রয়েছে এ পন্য ডিলার আনোয়ার হোসেনের নলভোগ তুরাগ পয়েন্টে যাবে। সেখানে সকাল থেকে বিক্রি করার কথা। কিন্তু ড্রাইভার নিয়ে যাচ্ছিলো ক্ষীলক্ষেত আমতলা। পরবর্তীতে ট্রাকটি থানায় নেওয়া হয়। এ ব্যাপারে আসামী ড্রাইভার সাইফুল বলেন, আমাকে সুজন মিয়া খাদ্য গুদাম থেকে গাড়ি লোড করে দিয়েছে এবং খিলখেত আমতলা গোডাউনের ঠিকানা দিয়েছে সেখানে মাল রাখতে বলেছে ।আমি কাজ করি ভাত খাই। কোনটা কালো বাজারি আর কোনটা সঠিক আমি কিছু বুঝিও না জানিও না। এ ব্যাপারে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলীম বলেন, আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম