ঢাকা ১০ জানুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
২ ঘণ্টার সময় দিয়ে শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা থানার ভেতর থেকে ওসির ঝুলন্ত মরদেহ উদ্ধার রংপুরে ভোক্তার অভিযান মিলগেটে কমল চালের দাম সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা খেজুরের বিস্ময়কর গুণ ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করলো জার্মানি-ফ্রান্স সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নিয়ে সুখবর আসছে শিগগিরই পুলিশ ব্যারিকেড ভেঙে বিডিআর পরিবারের শাহবাগ অবরোধ ৪ দিনের গ্যাস সংকটে পড়তে যাচ্ছে সারাদেশ ৪৩তম বিসিএসের বাদ পড়া ক্যাডারদের বেশিরভাগই পুনর্নিয়োগ পাবেন: সিনিয়র সচিব

রাজধানীতে ৩৯টি চোরাই মোবাইল মালামাল জব্দ, গ্রেফতার ৪

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জানুয়ারি, ২০২৫,  10:53 AM

news image

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোবাইল ফোন, ল্যাপটপ, ঘড়ি ও অন্যান্য ইলেকট্রনিক সামগ্রীসহ সংঘবদ্ধ চোরচক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ।  গ্রেপ্তারকৃতরা হলেন মাজহারুল ইসলাম (৩৫), মো. জসীম উদ্দিন (৩৮), সাইফুল ইসলাম (৩২) ও মো. কালাম চৌধুরী (৪০)। রাজধানীর শনির আখড়া, যাত্রাবাড়ী ও গুলিস্তান এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৯টি চোরাই মোবাইল ফোন, একটি চোরাই ল্যাপটপ, দুটি চোরাই ঘড়ি এবং বেশ কিছু মোবাইল কভার ও স্ক্রিন প্রটেক্টর উদ্ধার করা হয়। ডিবি উত্তরা বিভাগ সূত্র জানায়, বুধবার গোয়েন্দা তথ্য ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রথমে শনির আখড়ার শেখদির একটি বাসা থেকে সংঘবদ্ধ চোরচক্রের সদস্য মাজহারুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনির আখড়া থেকে জসীম উদ্দিনকে এবং গুলিস্তান থেকে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। সাইফুল ইসলামের দেওয়া তথ্য মতে পরে যাত্রাবাড়ী থেকে কালাম চৌধুরীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গেছে, গ্রেফতার হওয়া ব্যক্তিরা সংঘবদ্ধ চোরচক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন মেলা, ওয়াজ মাহফিল ও জনসভা থেকে কৌশলে মোবাইল ফোন চুরি করতেন। পরবর্তী সময়ে সেগুলো দেশের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করতেন। এছাড়া তারা চোরাই মোবাইল, ঘড়ি এবং ল্যাপটপ ক্রয় ও বিক্রির সঙ্গে জড়িত। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম