রাজধানীতে ৩৯টি চোরাই মোবাইল মালামাল জব্দ, গ্রেফতার ৪
নিজস্ব প্রতিবেদক
০৯ জানুয়ারি, ২০২৫, 10:53 AM
নিজস্ব প্রতিবেদক
০৯ জানুয়ারি, ২০২৫, 10:53 AM
রাজধানীতে ৩৯টি চোরাই মোবাইল মালামাল জব্দ, গ্রেফতার ৪
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোবাইল ফোন, ল্যাপটপ, ঘড়ি ও অন্যান্য ইলেকট্রনিক সামগ্রীসহ সংঘবদ্ধ চোরচক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন মাজহারুল ইসলাম (৩৫), মো. জসীম উদ্দিন (৩৮), সাইফুল ইসলাম (৩২) ও মো. কালাম চৌধুরী (৪০)। রাজধানীর শনির আখড়া, যাত্রাবাড়ী ও গুলিস্তান এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৯টি চোরাই মোবাইল ফোন, একটি চোরাই ল্যাপটপ, দুটি চোরাই ঘড়ি এবং বেশ কিছু মোবাইল কভার ও স্ক্রিন প্রটেক্টর উদ্ধার করা হয়। ডিবি উত্তরা বিভাগ সূত্র জানায়, বুধবার গোয়েন্দা তথ্য ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রথমে শনির আখড়ার শেখদির একটি বাসা থেকে সংঘবদ্ধ চোরচক্রের সদস্য মাজহারুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনির আখড়া থেকে জসীম উদ্দিনকে এবং গুলিস্তান থেকে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। সাইফুল ইসলামের দেওয়া তথ্য মতে পরে যাত্রাবাড়ী থেকে কালাম চৌধুরীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গেছে, গ্রেফতার হওয়া ব্যক্তিরা সংঘবদ্ধ চোরচক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন মেলা, ওয়াজ মাহফিল ও জনসভা থেকে কৌশলে মোবাইল ফোন চুরি করতেন। পরবর্তী সময়ে সেগুলো দেশের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করতেন। এছাড়া তারা চোরাই মোবাইল, ঘড়ি এবং ল্যাপটপ ক্রয় ও বিক্রির সঙ্গে জড়িত।