ঢাকা ২৮ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
বৃষ্টি হওয়ায় ঢাকার বাতাসের মানে কিছুটা উন্নতি নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করল সিরিয়া জুলাই সনদের খসড়া আজ দলগুলোকে দেবে কমিশন বাঁধ ভেঙে হাতিয়ার নিম্নাঞ্চল প্লাবিত, জনজীবন বিপর্যস্ত যুক্তরাষ্ট্র থেকে ২৫ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ ভারতের মন্দিরে পদদলিত হয়ে নিহত ৬ ডেমরায় হেলে পড়ল বহুতল ভবন ড. ইউনূসের নামে মানহানি মামলার কার্যক্রম বাতিলের রায় বহাল দাবি আদায়ে ৭২ ঘণ্টা পরিবহন বন্ধের হুঁশিয়ারি মালিকদের কাল যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা

রাজধানীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২

#

নিজস্ব প্রতিবেদক

১০ জুলাই, ২০২৪,  10:56 AM

news image

রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে গুলিভর্তি দুইটি বিদেশি পিস্তলসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির দারুস সালাম থানা পুলিশ। মঙ্গলবার (৯ জুলাই) দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতাররা হলেন মো. ওয়াকার পারভেজ ওরফে জীবন ও মো. হাবিবুর রহমান। ওসি মো. সিদ্দিকুর রহমান জানান, মঙ্গলবার (৯ জুলাই) ভোররাত চারটার দিকে শ্যামলী থেকে কল্যাণপুর আসার পথে কল্যাণপুর বাসস্ট্যান্ডের ফুট ওভার ব্রিজ সংলগ্ন হানিফ পরিবহন বাস কাউন্টারের সামনে দুই ব্যক্তিকে সন্দেহ হয়। এ সময় তাদের দুজনকে আটক করা হয়। আটক করা ওয়াকার পারভেজ ওরফে জীবনের শরীর তল্লাশি করে তার কোমরে থাকা দুই রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল ও হাবিবুর রহমানের শরীর তল্লাশি করে পাঁচ রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি মুঠোফোন জব্দ করা হয়। তিনি আরও জানান, গ্রেফতার দুইজন কুষ্টিয়া থেকে পিস্তল দুটি ঢাকায় নিয়ে এসেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আসামিদের বিরুদ্ধে দারুস সালাম থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম