ঢাকা ৩০ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
খসড়া ভোটার তালিকা প্রকাশ ১০ আগস্ট, চূড়ান্ত ৩১ আগস্ট হাসিনা এখনো প্রতিশোধপরায়ণ: আসিফ নজরুল জাতীয় সরকার গঠন ও নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: চীনা রাষ্ট্রদূত বৃহস্পতিবারের মধ্যে জুলাই সনদের জায়গায় পৌঁছাতে পারব : আলী রীয়াজ বঙ্গোপসাগরের ভূমিকম্পে কেঁপেছে ভারত ক্ষমতায় গেলে শহীদ পরিবারদের পুনর্বাসনের উদ্যোগ নেবে বিএনপি মাইলস্টোন ট্র্যাজেডি: আগামী শনিবার পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষা কার্যক্রম থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধবিরতি ঘোষণাকে স্বাগত জানাল বাংলাদেশ জুলাই ঘোষণাপত্র নিয়ে মাহফুজের পোস্ট ইউপিডিএফ’র আস্তানায় সেনাবাহিনীর অভিযান, গুলি বিনিময়

রাজধানীতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

০৪ এপ্রিল, ২০২৪,  12:11 PM

news image

রাজধানীর উত্তরায় এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম মোছা. হুমায়রা (২৭)। বুধবার (৩ এপ্রিল) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এর আগে সন্ধ্যার দিকে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। হুমায়রার বাসা বনানীতে। তিনি উত্তরা ৯ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের একটি বাসায় স্বামীর সঙ্গে থাকতেন। হুমায়রার বাবা মাহবুব আলম জানান, তারা জানতে পেরেছেন ইফতারের সময় পারিবারিক বিষয় নিয়ে তার মেয়ে ও জামাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর ইফতারের সময় পানি মুখে দিয়ে তার মেয়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেন। একপর্যায়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। পরে তার স্বামী দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। পরে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম