রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
০২ জুলাই, ২০২৫, 1:54 PM

নিজস্ব প্রতিবেদক
০২ জুলাই, ২০২৫, 1:54 PM

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মোরশেদ আলম তানিম (১৮) নামে আহত এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার অবস্থায় মারা যান তিনি। তানিম লক্ষ্মীপুর রায়পুর উপজেলার বামনী গ্রামের ফিরোজ আলম আমিরের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিল তামিম। পুরান ঢাকা বংশাল নুর বক্স লেনে নানির বাসায় থাকতো। তার বাবা-মা থাকেন নাজিমউদ্দিন রোডের সুক্কু মিয়ার গলিতে। পুরান ঢাকার আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল এন্ড কলেজ থেকে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সে বলে জানান স্বজনরা। নিহত তানিমের বাবা ফিরোজ আলম জানান, সোমবার (৩০ জুন) দিবাগত রাতে নাজিমউদ্দিন রোড পুরাতন জেলখানাসংলগ্ন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তানিম। সেখানে মাকুশাহ মাজারের সামনে দুই ছিনতাইকারী পিছন থেকে এসে তাকে ধারালো অস্ত্র দেখিয়ে মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় তার সঙ্গে যে বন্ধুরা ছিল তারা তার থেকে কয়েক হাত সামনে হাঁটছিল। তখন তানিম বাধা দিলে তানিমের পেটে চাকু মারে ছিনতাইকারীরা। এরপর ছিনতাইকারীরা পালিয়ে গেলে দেখতে পেয়ে তার বন্ধু ও পথচারীরা তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে পরবর্তীতে তাকে রাতে ঢাকা মেডিকেলে নেয়া হয়। তিনি আরও জানান, ওইদিন হাসপাতাল থেকে তানিমকে ছেড়ে দেয়া হয়। তবে মঙ্গলবার (১ জুলাই) বিকেলে বাসায় আবার অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে এনে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থেকে আজ ভোরে সে মারা যায়। এ বিষয়ে চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মানিক উদ্দিন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা জানিয়েছেন, ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন থেকে সে মারা গেছে। তবে ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।