ঢাকা ৩০ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন তৌহিদ আফ্রিদি কারাগারে রাজধানীর বসুন্ধরা থেকে অস্ত্রসহ ৬ যুবক গ্রেপ্তার উল্লাপাড়ায় বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীর নৌকার সংঘর্ষ, নিহত ২ ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ, নিহত ৩ ফোনে নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস টেকসই উন্নয়নের জন্য জীবনধারায় পরিবর্তন আনতে হবে: পরিবেশ উপদেষ্টা ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ নুরের ওপর হামলার নিন্দা ও তদন্তের নিশ্চয়তা প্রেস সচিবের নুরের ওপর হামলা সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

রংপুরে যাত্রীবাহী বাসে র‌্যাবের তল্লাশি গাঁজাসহ গ্রেফতার-২

#

০৯ আগস্ট, ২০২৫,  5:13 PM

news image

আবুল হোসেন বাবলুঃ র‌্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় শনিবার ০৯ আগস্ট রাত আনুমানিক পৌনে দুইটার দিকে র‌্যাব-১৩ রংপুর সদর কোম্পানীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর মাহিগঞ্জ থানাধীন ৩০নং ওয়ার্ডস্থ সাতমাথা এলাকার মেসার্স এনএম এন্টারপ্রাইজের সামনে ঢাকা রংপুরগামী মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে অভিযান চালায়। অভিযানকালে SHYAMOLI N.R. TRAVELS নামে একটি যাত্রীবাহী বাসের কেবিন থেকে ৫২ কেজি ৫০০ গ্রাম উদ্ধার করেছে। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত যাত্রীবাহী বাসটি জব্দসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।  র‍্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত মাদক কারবারিরা কুড়িগ্রাম জেলার সদর থানাধীন হিঙ্গনরায় (বৈশ্যপাড়া) গ্রামের মৃত আব্দুল হাকিম এর ছেলে মাসুম @ মাসুদ (২৪) এবং একই জেলার নাগেশ্বরী থানার অন্তর্ভুক্ত দেবীপুর (পন্ডিতপাড়া) গ্রামের মুকুল সাহা'র ছেলে শ্রী শুভ কুমার সাহা (৩৫)। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম