রংপুরে মানবাধিকার সংস্থার কার্যক্রমে বাধা, দুর্নীতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিনিধি
২০ অক্টোবর, ২০২৫, 2:58 PM
নিজস্ব প্রতিনিধি
২০ অক্টোবর, ২০২৫, 2:58 PM
রংপুরে মানবাধিকার সংস্থার কার্যক্রমে বাধা, দুর্নীতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে স্মারকলিপি প্রদান
রংপুর মহানগরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দুর্নীতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে স্থানীয় জনগণের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। এতে প্রায় দুই শতাধিক ব্যক্তি স্বাক্ষর করেছেন। স্মারকলিপিতে বলা হয়, কাওরান বাজার, ঢাকায় সদর দপ্তর থাকা মানবাধিকারভিত্তিক আইনী সহায়তা প্রদানকারী এই আন্তর্জাতিক সংস্থা (লাইসেন্স নং: এস-১৯৩৪/২০০২) দীর্ঘদিন ধরে রংপুর বিভাগে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। রংপুর অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন আমিনা বেগম রীপা। তাঁর নেতৃত্বে সংস্থাটি নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদক প্রতিরোধ, বাল্যবিবাহ রোধসহ নানা মানবিক ও আইনী সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থাটির সহায়তায় সম্প্রতি একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বদরগঞ্জের হাড়িয়ারকুটি ইউনিয়নের এক অসহায় পরিবারের তিন বছরের শিশুকে বিক্রির ঘটনা উদ্ধার, পীরপুরে প্রতিবন্ধী এক মেয়েকে ধর্ষণের ঘটনায় আসামি গ্রেপ্তার, তিস্তার মাঝাপাড়ে সংখ্যালঘু পরিবারের ওপর নির্যাতনের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত, জমি বিরোধে অসহায় পরিবারগুলোর সম্পত্তি উদ্ধার, এবং বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে আইনী সহায়তা প্রদান। এছাড়া সংস্থাটি রংপুরের বিভিন্ন উপজেলায় সমাজ সচেতনতামূলক কার্যক্রম যেমন— “মাদককে না বলুন,” “আপনার শিশুকে শিক্ষা দিন,” “ট্রাফিক আইন মেনে চলুন”— এই ধরনের প্রচারণা চালিয়ে আসছে। তবে সম্প্রতি কিছু প্রভাবশালী দুর্নীতিকারী ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল সংস্থাটির কার্যক্রমে বাধা দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তারা স্থানীয় মসজিদ কমিটিকে ভুল বুঝিয়ে সংস্থাটিকে উচ্ছেদের চেষ্টা করছে। অভিযোগে আরও বলা হয়, এক ব্যক্তি নিজেকে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ‘লাবিন মিয়া’ পরিচয়ে সংস্থার কাছ থেকে চাঁদা দাবি করেন এবং মাদক ব্যবসায়ীদের স্বার্থে রাস্তাপ্রসারণের নামে সংস্থাটিকে জিম্মি করার পাঁয়তারা করছেন। এ ঘটনায় সংস্থার পক্ষ থেকে রংপুর কোতয়ালী মেট্রো থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যার নং–১৬৭১, তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ। সংস্থার রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমিনা বেগম রীপা বলেন, “আমরা মানবতার সেবায় কাজ করি। অসহায়, নির্যাতিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। কিছু অসাধু ব্যক্তি ব্যক্তিগত স্বার্থে আমাদের এই কাজ বাধাগ্রস্ত করতে চাইছে, যা অত্যন্ত দুঃখজনক।” স্থানীয় সমাজকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, “সংস্থাটি রংপুরে মানবাধিকার রক্ষা ও আইনী সহায়তার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রশাসনের উচিত এদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্নীতিকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া।”