
NL24 News
০৯ আগস্ট, ২০২৫, 11:58 AM

রংপুরে ভ্যান চালক হত্যা মামলার ৩ আসামী র্যাবের হাতে গ্রেফতার
আবুল হোসেন বাবলুঃ রংপুরের তারাগঞ্জের চাঞ্চল্যকর ভ্যান চালক ইরফান @ আরমান হত্যা ও ছিনতাই মামলার পলাতক ৩ আসামী র্যাবের হাতে গ্রেফতার। ১টি ওয়্যারলেস সেট, ৩টি মোবাইল ফোন এবং নগদ ৩৮,৫০০ টাকা উদ্ধার। বৃহস্পতিবার দুপুরে র্যাব-১৩ এর ব্যাটালিয়ন সদর ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে বাদীর এজাহারের বরাত দিয়ে র্যাব-১৩'র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গত ২৭ জুলাই -২৫ আনুমানিক সন্ধ্যা ছয়টার দিকে ইরফান @ আরমান আলী বাবু তার বাবার ভ্যান নিয়ে বুড়িরহাট বাজারের দিকে যায়। পরবর্তীতে ভিকটিম রাতে বাসায় না ফিরলে পরিবারের লোকজন বিভিন্ন যায়গায় খোঁজাখুজি করতে থাকে। এরই এক পর্য়ায়ে ২৯ জুলাই সকাল অনুমান সাড়ে ছয়টার দিকে বাদীর ভাগনী আনিছা বেগম মোবাইল ফোনে বাদীকে জানায় তার ছেলে ইরফান @ আরমান আলী বাবুর গলাকাটা মৃতদেহ ২নং কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর আদর্শপাড়া এলাকার দবির উদ্দিনের বাঁশঝাড়ের পার্শ্বে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ইরফানের পরিবার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় এবং ইরফান @ আরমান আলী বাবু এর নিথর মৃতদেহ দেখতে পায়। অজ্ঞাতনামা কে বা কারা ধারালো অস্ত্র দ্বারা ইরফান @ আরমান আলী বাবুকে গলা কেটে ঘাড়ের বিভিন্ন যায়গায় গুরুতর রক্তাক্ত জখম করে মৃত্যু নিশ্চিতের পর তার ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ইরফানের পিতা বাদী হয়ে রংপুর জেলার তারাগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং-১৪/৮৯, তারিখ-২৯/০৭/২০২৫ ইং ধারা-৩০২/৩৪ পেনাল কোড১৮৬০। উক্ত হত্যাকান্ডের বিষয়টি নিয়ে বিভিন্ন প্রিন্ট,ইলেকট্রনিক, অনলাইন ও সোশ্যাল মিডিয়ায়সহ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট ও গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১৩ সিপিএসসি রংপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বুধবার ৬ আগস্ট সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রংপুর জেলার বদরগঞ্জ থানাধীন মধুপুর ইউনিয়নের বোটঘর এলাকার বদরগঞ্জগামী পাকা রাস্তার পাশে বাপ্পি এর গদি ঘরের সামনে থেকে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হত্যা মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামী, নীলফামারী জেলার সদর থানার অন্তর্ভুক্ত উত্তম মোশারফ পূর্ব পাড়া গ্রামের হোসেন আলীর ছেলে শরিফুল (২২), একই থানাধীন বিস্মরি চাঁদের হাট গ্রামের মৃত আকিবার হোসেনের ছেলে মো: বাবু (২৫) এবং একই জেলার সদর থানাধীন পঞ্চপুকুর গ্রামের রফিকুল ইসলাম এর ছেলে মো: রবি (২২)। সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী আরও জানান, ধৃত আসামীরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য তারা বিভিন্ন সময় ওয়্যারলেস সেট দেখিয়ে ডিবি পুলিশের পরিচয়ে প্রতারণাসহ ছিনতাই এবং হত্যাকাণ্ড সংগঠিত করতো। ধৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।