ঢাকা ০৭ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
সদরপুর চর চাদপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও উঠান বৈঠক কওমি মাদরাসার শিক্ষার্থীদের জন্য সুখবর হ্যাকড হওয়া ফেসবুক ও ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট উদ্ধারে মেটার নতুন উদ্যোগ ভোট দিতে ২ লাখ ২৩ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন ১১৪ জুলাই শহীদের মরদেহ উত্তোলন শুরু “দুর্যোগ ও সংকটে প্রস্তুত থাকতেই হবে”— মৌলিক প্রশিক্ষণার্থীদের উদ্দেশে আনসার মহাপরিচালক বিশ্বমণ্ডলে আলোচনায় বাংলাদেশ শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজের শিক্ষার্থীদের পদযাত্রা কেজিতে ২০ টাকা কমলো দেশি পেঁয়াজের দাম ফরিদপুরে গভীর রাতে সড়কে ঝরল ৩ জনের প্রাণ

রংপুরে ভোক্তার অভিযান মিলগেটে কমল চালের দাম

#

নিজস্ব প্রতিনিধি

০৯ জানুয়ারি, ২০২৫,  3:53 PM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুরে মিলগেটে ভোক্তার অভিযানে কেজিতে ৩টাকা কমল চালের দাম। রংপুর নগরীর বুড়িরহাট এলাকার সফুরা অটো রাইসমিলে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক (অতিরিক্ত দাঃ) আফসানা পারভীন জানান, মিলগেটে ভোক্তার এই অভিযানের কারণে চালের দাম কেজি প্রতি ৩টাকা কমেছে। তিনি বলেন, এভাবেই যদি দেশের সকল রাইসমিলে অভিযান পরিচালনা করা হয় তাহলে এর ভালো একটা সুফল পাওয়া যাবে। এ রকম অভিযান অন্যান্য রাইসমিল সহ চালের আড়তগুলোতেও পরিচালিত হবে বলে জানান তিনি। মিলগেটে গুটিস্বর্ণা চালের দাম পূর্বের চেয়ে ৩ টাকা কমে প্রতি কেজি ৪৬.৫০ টাকা দরে বিক্রি হতে দেখা যায়। যা বাজারে ৪৮ টাকায় বিক্রয় করা যাবে।  আফসানা পারভীন আরও বলেন, পূর্বে এই চাল বাজারে ৫০-৫৩ টাকা দরে বিক্রয় করা হচ্ছিল এখন ৩টাকা কমেছে। অভিযান পরিচালনার ফলে অন্যান্য চালের পাশাপাশি স্বর্ণা-৫ চালের দামও কেজিতে ৩ টাকা কমে মিলগেটে বিক্রয় হচ্ছে ৪৯.৫০ টাকা। যা বাজারে পূর্বের চেয়ে ৩টাকা কমে ৫১-৫২ টাকায় বিক্রয় করা যাবে। অপেক্ষাকৃত সরু হওয়ায় এ চালের চাহিদা বেশি। চালের দাম বাড়িয়ে পূর্বে এই চাল কেজিতে ৫৫ থেকে ৫৭ টাকা পর্যন্ত বিক্রয় করা হচ্ছিল। গত (৮ জানুয়ারী) পরিচালিত অভিযান তদারকি কার্যক্রমে সহযোগিতা করেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর এর সহকারী পরিচালক মমতাজ বেগম,উপজেলা ফুড অফিসার এবং মেট্রোপলিটন পুলিশের একটি দল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম