
NL24 News
২০ আগস্ট, ২০২৫, 3:28 PM

রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলন ও অন্যান্য মামলায় গ্রেফতার-৫
আবুল হোসেন বাবলুঃ রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলাসহ অন্যান্য মামলায় ৫ জন আসামীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার ১৯ আগস্ট দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে, রংপুর মহানগর পরশুরাম থানার অন্তর্ভুক্ত বাহাদুর সিংহ বুড়িরহাট এলাকার ৬নং ওয়ার্ড শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি শাওদত শায়েম শাকিল (৩০)। মহানগর কোতয়ালী থানার মামলা নং-১৯, তাং-১৮/০৫/২০২৫ খ্রিঃ।তার বিরুদ্ধে ১৪৩/১৪৮/৩২৩/৩২৫/৩২৬/ ৩০৭/ ৫০৬/১১৪/১০৯/ ৩৪ ধারা অনুযায়ী অভিযোগ রয়েছে। এছাড়া ওই মামলার অপর আসামী রংপুর মহানগর কোতয়ালী থানার অন্তর্ভুক্ত গুপ্তপাড়া ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সদস্য হারুন অর রশিদ (৬৩), কোতয়ালি থানার মামলা নং-১২, তাং-১৩/১১/২০২৪ খ্রিঃ এর এজাহার ভুক্ত আসামী ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর হারাধনের সহযোগী ধাপ পান্ডারদিঘী কামারপাড়া এলাকার আনিছুর রহমান (৫৪), তার বিরুদ্ধে ১৪৩/১৪৮/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/১১৪/৩৪ ধারা অনুযায়ী অভিযোগ রয়েছে। রংপুর মহানগর গুপ্তপাড়া দুর্গামন্দির সংলগ্ন ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সদস্য অঞ্জন সরকার (৫৭), যিনি কোতয়ালি থানার মামলা নং- ২৯/৪০৩, তাং-৩১/০৮/২০২৪ খ্রিঃ এর আসামী। তার বিরুদ্ধে ১৪৩/ ৪৪৮/৩২৪/৩২৫/৩০৭/৩২৬(ক)/১০৯/১৪৯/৩৪/৫০৬(২) ধারা অনুযায়ী অভিযোগ রয়েছে। রংপুর মহানগর আওয়ামীলীগের সদস্য এবং সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সীর সহকারী হারাগাছ থানাধীন মদামদন এলাকার বাসিন্দা লাবলু মিয়া (২৮), যিনি কোতয়ালী থানার মামলা নং- ১৮, তাং-১৮/১২/২০২৪ খ্রিঃ এর এজাহারনামীয় ২৯নং আসামী। তার বিরুদ্ধে ১৪৩/৩৪১/ ৩২৩/৩২৪/৩০৭/ ৩৬৫/৫০৬/৩৪ ধারা অনুযায়ী অভিযোগ রয়েছে।