
NL24 News
৩০ জুলাই, ২০২৫, 11:11 AM
রংপুরের গঙ্গাচড়ার হিন্দুপাড়ায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত করলো প্রশাসন
আবুল হোসেন বাবলুঃ রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় শাতিম নামের এক কিশোরের ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে সম্প্রতি উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জের ধরে স্থানীয় একটি হিন্দুপাড়ায় হামলার ঘটনাও ঘটে। তবে ঘটনার পরপরই উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।পরবর্তীতে ওই গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরবাড়ি মেরামতের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন রংপুর। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা ঘটনাস্থল পরিদর্শনসহ গ্রামের মানুষের সাথে কথা বলেন। সেই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারী ঢেউটিন ও মিস্ত্রি দিয়ে ক্ষতিগ্রস্থ ঘরগুলো মেরামতের কাজ করান। এ ব্যাপারে রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সাল বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বিচ্ছিন্ন ঘটনা দিয়ে আমাদের ঐতিহ্যকে ম্লান করা যাবে না। আমরা প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। মঙ্গলবার জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব আনিছুর রহমান লাকু ঘটনাস্থল পরিদর্শনসহ ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শাড়ি-লুঙ্গি ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। সেই সাথে জামায়াতের পক্ষ থেকেও খাদ্য সহায়তা প্রদানসহ এনসিপি এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ক্ষতিগ্রস্থ পরিবারের খোঁজ-খবর নিয়েছেন। এদিকে হামলার শিকার পরিবারগুলো নিজ বাড়িতে বসবাস শুরু করেছে। তবে অভিযুক্ত রঞ্জন রায়, তার কাকা ও দাদীর পরিবার এখনও বাড়িতে ফিরেনি। বর্তমানে ওই গ্রামে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরী হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে প্রশাসন। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গ্রামের বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছে।