ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভা, অনুমোদন পেল চার প্রকল্প কাদের সাহেব কোথায় গেলেন, আমার বাসায় আসেন: মির্জা ফখরুল ওরা আমাদের বাংলার আবা-বিল প্রতারণার নির্বাচন: হাসিনাসহ সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা আইনশৃঙ্খলার উন্নতি না হওয়ায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা: জনপ্রশাসন সচিব অনুপস্থিত পুলিশ সদস্যদের আর যোগদান করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা এখন থেকে প্রকল্পের সব তথ্য ওপেন থাকবে: প্রধান উপদেষ্টা গুলিবিদ্ধ ফাহিমকে ব্যাংকক পাঠিয়েছে সরকার দুই দিনের রিমান্ডে রংধনু গ্রুপের পরিচালক মিজান ভারতে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব

যে উপসর্গে বুঝবেন থাইরয়েড ক্যানসার হয়েছে

#

স্পোর্টস ডেস্ক

০৮ মার্চ, ২০২২,  10:50 AM

news image

থাইরয়েড আমাদের দেহের গুরুত্বপূর্ণ একটি গ্রন্থি। এটি অনেকটা প্রজাপতির মতো। থাইরয়েড গ্রন্থির সমস্যা হলে গলগণ্ড, হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজমসহ বিভিন্ন সমস্যা হয়। সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডা. মো. হাসানুল হক নিপুণ বলেন, থাইরয়েডের রোগ সবার হতে পারে, বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক, সবার হতে পারে। থাইরয়েডের যে রোগগুলো হয়, সে রোগগুলো হচ্ছে—তিন ধরনের রোগ হয়। প্রথমে হচ্ছে ডেভেলপমেন্টাল। মানে জন্মগত যে ব্যাপারটা, সেটা হচ্ছে ডেভেলপ হয়েছে কিন্তু ডিসেন্ট করেনি। আরেকটা হতে পারে ফাংশনাল, সেটা হচ্ছে যে থাইরয়েড গ্ল্যান্ড ঠিক আছে, কিন্তু অধিক ফাংশন করছে, অথবা হাইপারফাংশন হচ্ছে। সেটাকে আমরা হাইপারথাইরয়েড বলি এবং কমন ফাংশন করছে। মানে হরমোন সিক্রেশন কম হচ্ছে, হাইপোথাইরয়েড হয়ে যাচ্ছে। আরেকটা হতে পারে স্ট্রাকচারাল। স্ট্রাকচারালের মধ্যে টিউমার নিয়ে আসতে পারে। একটা ছোট গোটা নিয়ে আসতে পারে, অথবা একাধিক নিয়ে আসতে পারে। আরেকটা ডিফিউজ এনলার্জমেন্ট অব থাইরয়েড হতে পারে, আর একটা হচ্ছে ক্যানসার। থাইরয়েড গ্ল্যান্ডে ক্যানসার হতে পারে। থাইরয়েড রোগের লক্ষণ সম্পর্কে ডা. মো. হাসানুল হক নিপুণ বলেন, হাইপোথাইরয়েড ও হাইপারথাইরয়েড, সেটার আলাদা কিছু লক্ষণ আছে। আজ থাইরয়েড ক্যানসারের লক্ষণ সম্পর্কে বলতে চাই। একজন রোগী এসে প্রথমে অভিযোগ করবে, আমার গলার সামনে একটা ফোলা আছে। কিন্তু তার আত্মীয়-স্বজন এসে বলবে গলার সামনে একটা ফোলা আছে। ফোলা হলেই যে ক্যানসার তা নয়। আমাদের যে ফোলা তার শতভাগ যদি ধরি, তার ২০ থেকে ১০ শতাংশ ক্যানসার। কখন আমি ক্যানসার বলব? যখন এই ফোলাটা অতি দ্রুত বড় হয়ে যাচ্ছে, গলার কণ্ঠস্বর বসে যাচ্ছে, গলার দুই পাশে নেক-নোডগুলো ফুলে যাচ্ছে। তার পর যে দলাটা ছিল, আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে। এ রকম যদি লক্ষণ থাকে, তাহলে আমি বুঝতে পারব যে এটা ক্যানসার হতে পারে। তখন অতি দ্রুত ডাক্তারের পরামর্শে যেতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম