ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগ নেতা তুষার কান্তি মন্ডলের ৭ দিনের রিমান্ড মঞ্জুর আগস্টে সড়কে ঝরেছে ৪৭৬ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি ৬ সংস্কার কমিশনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বিকেলে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৯ লাখ টাকা দিলো ইসি ট্রাফিক সমস্যা ও চাঁদাবাজি বন্ধে ডিএমপিকে একগুচ্ছ নির্দেশনা ঢাবি ও জাবিতে দু’জনকে পিটিয়ে হত্যা, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক ঢাবির হলে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে যেসব কারণে দাম কমছে না ইলিশের

যুব বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার 'বেবি এবি'

#

স্পোর্টস ডেস্ক

০৭ ফেব্রুয়ারি, ২০২২,  10:40 AM

news image

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হলেও গোটা টুর্নামেন্টে ছাপ রেখে গেলেন দক্ষিণ আফ্রিকার এক ক্রিকেটার। তিনি ডিওয়াল্ড ব্রেভিস। বিশ্ব ক্রিকেটে তিনি ইতিমধ্যেই বেবি এবি ডিভিলিয়ার্স নামে খ্যাত। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তার মোট সংগ্রহ ৫০৬ রান। ব্যাটিং গড় ৮৪.৩৩।  যুব বিশ্বকাপে এটাই কোনও ক্রিকেটারের সর্বোচ্চ রান। ভেঙে দিয়েছেন শিখর ধাওয়ানের ৫০৫ রানের রেকর্ডকে। তার দল বিশ্বকাপের ফাইনালে না উঠলেও, টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনিই। বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ডও তার দখলে। ১৮টা ছয় মেরে হইচই ফেলে দিয়েছেন ব্রেভিস।

প্রত্যেক ম্যাচে ব্রেভিসের ব্যাটিং স্টাইল দেখে এবি ডিভিলিয়ার্সকে মনে পড়তে বাধ্য। আইসিসিকে দেওয়া সাক্ষাত্‍কারে এবি ডি ভিলিয়ার্সকে নিয়ে ‘বেবি এবি’ বলেছেন, তাকে ১৭ নম্বর জার্সি পরে খেলতে দেখেছি। যে কারণে আমিও ১৭ নম্বরটাই পছন্দ করতাম। তার নম্বরটা ব্যবহার করব কিনা তাকে একবার জিজ্ঞেস করেছিলাম। সে অনুমতি দিয়েছিল। এবি ডিলিয়ার্সের ১৭ নম্বর জার্সি পরে মাঠে নামার সুযোগ পাওয়াটা বড় সম্মানের ব্যাপার আমার কাছে। ‘বেবি এবি’ নামে আপত্তি নেই তার। কিন্তু নিজের দুনিয়া নিজের মতো করেই তৈরি করতে চান ডিওয়াল্ড। তার কথায়, এবি ডে ভিলিয়ার্স কিংবদন্তি ক্রিকেটার। বিশ্বের অন্যতম সেরা। তার মতো কারও সঙ্গে তুলনা আমার কাছে বিরাট ব্যাপার। কিন্তু আমি ডিওয়াল্ড ব্রেভিস হিসেবেই বড় হতে চাই। একই সঙ্গে বেবি এবির মন্তব্য, আমি আইপিএলের বিরাট ভক্ত। খেলার জন্য মুখিয়ে আছি। আর সুযোগ পেলে আরসিবিতেই খেলব। কারণ সেখানেই খেলত এবি ডি ভিলিয়ার্স। আর বিরাট কোহলির মতো কাউকে পাশে পাব। তবে আমার সবচেয়ে বড় লক্ষ্য দক্ষিণ আফ্রিকার সিনিয়র টিমের হয়ে তিন ফর্ম্যাটেই নিয়মিত খেলা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম