ঢাকা ৩০ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন তৌহিদ আফ্রিদি কারাগারে রাজধানীর বসুন্ধরা থেকে অস্ত্রসহ ৬ যুবক গ্রেপ্তার উল্লাপাড়ায় বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীর নৌকার সংঘর্ষ, নিহত ২ ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ, নিহত ৩ ফোনে নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস টেকসই উন্নয়নের জন্য জীবনধারায় পরিবর্তন আনতে হবে: পরিবেশ উপদেষ্টা ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ নুরের ওপর হামলার নিন্দা ও তদন্তের নিশ্চয়তা প্রেস সচিবের নুরের ওপর হামলা সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

যুক্তরাষ্ট্রের অস্ত্র ও বিমান কেনা আপাতত বন্ধ করল ভারত, দাবি রিপোর্টে

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ আগস্ট, ২০২৫,  11:37 AM

news image

যুক্তরাষ্ট্র থেকে নতুন অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা আপাতত স্থগিত করেছে ভারত।  এই চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট তিন ভারতীয় কর্মকর্তা এমন দাবি করেছেন। তবে ভারত সরকার এই তথ্য প্রত্যাখ্যান করেছে। ভারতের রফতানিপণ্যের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করার পাল্টা প্রতিক্রিয়া হিসেবেই ভারত এই পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে ওয়াশিংটন যাওয়ার কথা ছিল ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের। কিন্তু প্রশাসনের দু’জন সূত্র জানিয়েছেন, তিনি সম্ভবত যুক্তরাষ্ট্র যাচ্ছেন না। ট্রাম্প প্রশাসন ৬ আগস্ট ভারতের রফতানিপণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করে, যা মোট শুল্ককে ৫০ শতাংশে উন্নীত করেছে। যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্যিক অংশীদারদের মধ্যে এটিই সর্বোচ্চ শুল্ক। ট্রাম্পের ভাষ্য, রাশিয়ার কাছ থেকে তেল কেনার মাধ্যমে ভারত কার্যত ইউক্রেন যুদ্ধের জন্য মস্কোকে অর্থ সহায়তা দিচ্ছে। ভারতের কর্মকর্তারা জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে কোনও চিঠি দিয়ে অস্ত্র ক্রয় স্থগিতের নির্দেশনা দেওয়া হয়নি, তবে এই মুহূর্তে নতুন কোনও অগ্রগতি হচ্ছে না। এক কর্মকর্তা বলেন, আমাদের কাছে বিকল্প আছে। তাই শিগগিরই এ বিষয়ে অগ্রগতির সম্ভাবনা কম। শুল্ক ও কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যত নির্ভর করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই প্রতিবেদন প্রকাশের পর ভারতের সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এক বিবৃতিতে জানায়, অস্ত্র ক্রয় স্থগিত হয়েছে- এমন খবর ‘ভুল ও গুজবভিত্তিক’। বিবৃতিতে বলা হয়, সব প্রক্রিয়া বর্তমান নিয়ম মেনেই এগিয়ে চলছে। রয়টার্সের অনুসন্ধানে জানা গেছে, যুক্তরাষ্ট্রের জেনারেল ডায়নামিক্স ল্যান্ড সিস্টেমসের তৈরি স্ট্রাইকার যুদ্ধযান এবং রেথিয়ন ও লকহিড মার্টিনের তৈরি জ্যাভলিন অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র ক্রয় সংক্রান্ত আলোচনা শুল্ক আরোপের পর থেকে স্থগিত রয়েছে। ট্রাম্প ও মোদি ফেব্রুয়ারিতে এই দুই ধরনের অস্ত্র যৌথভাবে উৎপাদন ও কিনে নেওয়ার পরিকল্পনার ঘোষণা দিয়েছিলেন। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ। ঐতিহাসিকভাবে রাশিয়া ছিল ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী, যদিও সাম্প্রতিক বছরগুলোতে ফ্রান্স, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকছে দিল্লি। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার অস্ত্র সরবরাহ ব্যাহত হয়েছে ও কিছু রুশ অস্ত্র যুদ্ধক্ষেত্রে অকার্যকর প্রমাণিত হওয়ায় ভারতের এই দিক পরিবর্তন হয়। সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম