
NL24 News
০১ সেপ্টেম্বর, ২০২৫, 4:36 PM
যশোরে সাপের কামড়ে শিশুর মৃত্যু
যশোরের মনিরামপুরে সাপে কেটে আজিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার বোন হালিমা (৮) যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন। আজিম ও হালিমা মনিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামের আব্দুর রহমান ও তানজিলা খাতুন দম্পতির সন্তান। তারা মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে জামালের টিনসেড বাসায় ভাড়া থাকতেন। পরিবারের সদস্যরা জানান, সোমবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঘরের মেঝেতে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষাক্ত সাপে কামড় দেয় দুই ভাইবোনকে। পরে দ্রুত মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জানা যায় সেখানে ভ্যাকসিন নেই। এরপর স্থানীয় চালকিডাঙ্গা এলাকার এক ওঝার কাছে নেওয়া হলে ছোট ভাই আজিম মারা যায়। পরে হালিমাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক ডা. আফসার আলি জানান, শিশুটির বক্তব্য অনুযায়ী কালনাগিনী সাপে দংশন করেছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে হালিমার অবস্থা স্থিতিশীল, তবে তাকে ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।