ঢাকা ২৪ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব গাজীপুরে জাসাস নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা এভারকেয়ার হসপিটাল ও সংলগ্ন এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদী থেকে গ্রেপ্তার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি ২ দিন বন্ধ চাঁনখারপুলে আনাসসহ ৬ জনকে হত্যা: ট্রাইব্যুনালের রায় ২০ জানুয়ারি ২৭ ডিসেম্বর পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান তারেক রহমানের প্রত্যাবর্তনের কর্মসূচি জানাল বিএনপি বাংলাদেশের তরুণদের কর্মসংস্থানে ১৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক সেনা কর্মকর্তা রেদোয়ানসহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

ময়মনসিংহে বিএনপির ৪০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

#

নিজস্ব প্রতিনিধি

১৬ অক্টোবর, ২০২২,  2:56 PM

news image

ময়মনসিংহে বিএনপির ৪০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বিভাগীয় সমাবেশ থেকে ফেরার পথে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় মামলাটি করেছে পুলিশ। গতকাল শনিবার দিনগত রাত ২টার দিকে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক জহিরুল ইসলাম এ মামলা করেন। এতে ২৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, শনিবার বিকেলে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা অবস্থান কর্মসূচি পালন করার জন্য রেলওয়ে স্টেশন কৃষ্ণচূড়া চত্বরে জমায়েত হয়। এতে জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অন্যদিকে,

সন্ধ্যার দিকে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের বিএনপির বিভাগীয় সমাবেশ শেষে কয়েকশ নেতাকর্মী নগরীর বাঘমারা এলাকা দিয়ে রেলওয়ে স্টেশনে গেলে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মুখোমুখি হয়ে যায়। এ সময় দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশের এক উপপরিদর্শকসহ তিন সদস্য ও আওয়ামী লীগ নেতা আহত হয়। পরে পুলিশ দুই পক্ষকেই ছত্রভঙ্গ করে দেয়। শনিবার ধাওয়া পাল্টাধাওয়ায় আহত মহানগর ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মাসুম জানান, ঘটনার সময় রেলস্টেশনে পুলিশের নিক্ষিপ্ত টিয়ারসেল এবং বিএনপি কর্মীদের ককটেলের ধোঁয়া তাঁকে অসুস্থ করে ফেলে। এ ছাড়া  ঘাড়ে এবং পিঠে পাথরের আঘাত লাগে। তিনি এখন সুস্থ আছেন, বাসায় আছেন। পুলিশ কর্মকর্তা ফারুক হোসেন বলেন, ‘বিএনপির সমাবেশস্থল পলিটেকনিক মাঠ থেকে নেতাকর্মীরা মিছিল করে স্টেশন চত্বর এলাকার আওয়ামী লীগের অবস্থান কর্মসূচিতে হামলা, রাস্তায় জনগণের চলাচলে বাধা, পুলিশের ওপর হামলা, কাজে বাধা ও তিন পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় এ মামলা করা হয়েছে।’মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা হলেন—মিনহাজুল আবেদীন রাসু (৪০), মো. হৃদয় (৩০), হাবিবুল্লাহ ডালিম (৪০), ইকবাল বাহার (৪০), বাদশা (৩২), লায়ন (৩০), কামাল (৪৮), সেলিম (৩৫), নজরুল (৩৩), নয়ন (২৫), সানজিদ (২৩), রানা মণ্ডল (৩৭), শাহরিয়াল আলম সুমন (৩২), আবু নাঈম (২৮), জিল্লুর রহমান (৩৫), ওমর ফারুক রবিন (৩০), আতিক (৩৫), শামস মো. ইমরান (৩৭), মিঠুন মিয়া (৩২), সুমন ফরাজি (২৮), পারভেজ মিয়া (২৫), নয়ন (৪০) ও শিমুল মিয়া (৩৪)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম