ঢাকা ১৭ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
মুন্সীগঞ্জে বিদেশি মদসহ যুবক গ্রেফতার যে ১১ পেশায় যুক্ত হতে পারবেন না এমপিও শিক্ষকরা শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে AJHRAF International Excellence Award-2025 অনুষ্ঠিত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি হাদি রাজধানীর ক্ষীলক্ষেতে সরকারি পন্য কালোবাজারির সময় ট্রাক জব্দসহ ড্রাইভার আটক ভারত থেকে আসবে ৫০ হাজার টন সিদ্ধ চাল, কেজি ৪২.৯৮ টাকা চবি উপ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার সাংবাদিক আনিস আলমগীর হাদির পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করলেন রনি

মোহাম্মদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ

#

নিজস্ব প্রতিবেদক

০৭ মে, ২০২৫,  11:07 AM

news image

গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় রাজধানীর মোহাম্মদপুরে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। বুধবার (৭ মে) ভোর ৪টার দিকে মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যান এলাকার একটি ৩ তলা বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- ফাতেমা বেগম (৪০), তার মেয়ে সাদিয়া আফরিন (২০) ও সাদিয়ার ১১ মাস বয়সী মেয়ে ইরশাত জাহান। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এরমধ্যে শিশু ইরশাতের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। ফাতেমার বোন জান্নাতুল ফেরদৌস জানান, রাজধানীর গ্রিন রোডের একটি ক্লিনিকে আয়ার কাজ করেন ফাতেমা। মেয়ে ও মেয়ের জামাই ছাড়াও নাতনিকে নিয়ে চন্দ্রিমা উদ্যান এলাকার ১১ নম্বর রোডের ওই বাসায় থাকতেন তিনি। আর সাদিয়ার স্বামী পেশায় গাড়িচালক। ভোরে প্রতিবেশীদের মাধ্যমে ফোনে খবর পান, ওই বাসায় আগুন লেগেছে। একপর্যায়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত সবাইকে হাসপাতালে নিয়ে আসেন। জান্নাতুল ফেরদৌস জানান, চলতি মাসের ১ তারিখেই ভাড়া বাসাটিতে উঠেছিলেন তার বোন ও ভাগনি। মঙ্গলবার (৬ মে) রান্নার জন্য একটি গ্যাস সিলিন্ডারও কিনে এনেছিলেন তারা। তবে ভোররাতের দিকে সবাই যখন ঘুমিয়ে ছিল, সে সময় হঠাৎ বিকট শব্দে বাসায় বিস্ফোরণ হয়। এতে তাদের তিনজনের শরীরে আগুন ধরে যায়। তবে কীভাবে এই বিস্ফোরণ হয়েছে সে বিষয়ে কেউ কিছু বলতে পারেনি। জান্নাতুল ফেরদৌসের ধারণা, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক ডা. মো. শাওন বিন রহমান জানান, বিস্ফোরণে শিশুটির শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে ভর্তি রাখা হয়েছে। এছাড়া বাকি দু’জনের শরীরের ৭ শতাংশ করে দগ্ধ হয়েছে। তাদের অবজারভেশনে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম