ঢাকা ৩১ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনের বার্ষিক সুন্নি এস্তেমা ভোটকেন্দ্র দখল করলে একজনও বাড়ি ফিরতে পারবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী বগুড়া বিএনপির ঘাঁটি, এর দায়িত্ব আপনাদের সঁপে দিলাম: তারেক রহমান জামায়াতের মুখে একটা, আর গোপনে বৈঠক করে ভারতের সঙ্গে: চরমোনাই পীর ভুটানের জালে ১১ গোল দিয়ে সাফে উড়ন্ত সূচনা বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ: আইসিসি-বাংলাদেশ দ্বন্দ্বে নিজেদের অবস্থান পরিষ্কার করল শ্রীলঙ্কা ৭০ হাজার ফিলিস্তিনিকে হত্যার কথা স্বীকার করল ইসরাইল বগুড়ায় জেলা বিএনপির মতবিনিময় সভায় তারেক রহমান বিএনপি সরকারে গেলে পর্যায়ক্রমে বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে ইন্টারনেট দেবে: মাহদী আমিন স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয় : মির্জা ফখরুল

মোজাম্বিক উপকূলে নৌকা ডুবে নিহত ৯০

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ এপ্রিল, ২০২৪,  10:46 AM

news image

আফ্রিকার দেশ মোজাম্বিকের উত্তর উপকূলে সাময়িক ব্যবহারের জন্য নির্মিত একটি ফেরি ডুবে ৯০ জনেরও বেশি লোক নিহত হয়েছে। রোববার (৭ এপ্রিল) দুর্ঘটনার এই তথ্য জানিয়েছে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানান, মাছ ধরার একটি নৌকাকে ফেরি হিসেবে ব্যবহার করা ওই জলযানটি ১৩০ জন লোককে নিয়ে নামপুলা প্রদেশের একটি দ্বীপে পৌঁছানোর চেষ্টা করলে এতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। এ বিষয়ে নামপুলার স্বরাষ্ট্র সচিব জাইমে নেতো বলেন, ‘নৌযানটিতে ধারণক্ষমতার বেশি যাত্রী ছিল। এ কারণেই সেটি ডুবতে শুরু করে। নৌকাডুবির ঘটনায় ৯১ জন প্রাণ হারিয়েছেন।’ তিনি জানান, নিহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে। উদ্ধারকর্মীরা পাঁচজনকে জীবিত উদ্ধার করে এবং আরও লোক উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তবে সাগরের প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধার অভিযান বেশ কঠিন হয়ে ওঠে। অধিকাংশ লোকজন দেশটির মূল ভূখণ্ড থেকে কলেরার আতঙ্কে পালিয়ে যাচ্ছিল বলে জানান জাইমে নেতো।   বিশ্বের অন্যতম দরিদ্র দেশের একটি আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় মোজাম্বিক। সরকারি তথ্য অনুসারে, দেশটিতে পানিবাহিত রোগে ১৫ হাজার লোক মারা যাবার ঘটনা ঘটেছে। অক্টোবর থেকে মারা গেছে ৩২ জন। আর নামপুলা হচ্ছে সবচেয়ে কলেরা উপদ্রুত এলাকা। সম্প্রতি এই প্রদেশে বাইরে থেকে আসা লোকজনের চাপ খুব বেড়ে গেছে। বিশেষ করে, জিহাদিদের আক্রমণের ভয়ে লোকজন এখানে বেশি পালিয়ে আসছে। জাইমে নেতো আরও জানান, তদন্তকারীরা নৌকাডুবির ঘটনা তদন্ত করছে। জীবিত যে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম