ঢাকা ২১ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোটা থাকছে না: মুক্তিযুদ্ধ উপদেষ্টা বিশ্ববাজারে আরেক দফায় বাড়তে পারে স্বর্ণের দর, নেপথ্যে যে কারণ ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, নিহত ৫ সব দেনা শোধ করেছে সরকার, সারের ঘাটতি হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা কমিশন কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিতে চায় না: ড. আলী রীয়াজ ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবি-ইউপিডিএফ গোলাগুলি; অস্ত্র ও গুলি উদ্ধার যেখানেই মব দেখবেন সেখানেই উচিত শিক্ষা দেবেন: ইশরাক উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, বন্যার আশঙ্কা নির্বাচনে বড় ধাক্কা খেলেও পদত্যাগে অনড় জাপানের প্রধানমন্ত্রী

মেসির গোলে রেকর্ড শিরোপা উদযাপন পিএসজির

#

স্পোর্টস ডেস্ক

২৪ এপ্রিল, ২০২২,  10:35 AM

news image

ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত করলো প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি)। গেল মৌসুমে লিলের কাছে লিগ শিরোপা হারালেও এবার আর কোনো ভুল করেনি মেসি নেইমাররা। শিরোপা উদযাপন করতে শনিবার (২২ এপ্রিল) রাতে লিগ ম্যাচে পিএসজির দরকার ছিল ন্যুনতম ড্র। এমন সমীকরণের ম্যাচে রেসিং ক্লাব লঁসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পিএসজি। আর এতেই নিশ্চিত হয়ে গেছে শিরোপা। এ নিয়ে দশমবারের মতো লিগ শিরোপা জিতলো পিএসজি।  ৩৪ ম্যাচে পিএসজির পয়েন্ট ৭৮। দ্বিতীয় অবস্থানে থাকা মার্শেই ৩৩ ম্যাচে অর্জন করেছে ৬৩ পয়েন্ট। দুদলের পয়েন্ট ব্যবধান গিয়ে দাঁড়িয়েছে ১৫তে। তাই পিএসজি শেষ চার ম্যাচ হারলেও শিরোপা হাত ছাড়া হওয়ার কোনো সুযোগ নেই। লিওনেল মেসির পেশাদার ক্যারিয়ারে এটি ৩৯তম শিরোপা।

এর আগে কখনও চার ম্যাচ হাতে রেখে লিগ শিরোপা জেতেননি তিনি। যার সুবাদে ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার দানি আলভেজের সর্বোচ্চ (৪২) শিরোপার রেকর্ডের আরও কাছে পৌঁছে গেলেন মেসি। তবে শুধু ক্লাব ক্যারিয়ারের হিসেব করলে এরই মধ্যে আলভেজের পাশে বসে গেছেন মেসি। ক্লাব ফুটবলে সর্বোচ্চ ৩৬ শিরোপা নিয়ে এককভাবে শীর্ষে ছিলেন আলভেজ। এবার সঙ্গী হিসেবে প্রাক্তন সতীর্থকে পেলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। নিজেদের ঘরের মাঠে শিরোপা নিশ্চিত করার ম্যাচে লেন্সের বিপক্ষে দাপট দেখিয়েই খেলেছে পিএসজি। কিন্তু দেখা মিলছিল না গোলের। পুরো ম্যাচে সাতটি শট লক্ষ্য বরাবর রেখেও গোলের দেখা পাননি নেইমার জুনিয়র, কাইলিয়ান এমবাপেরা। ম্যাচের দ্বিতীয়ার্ধে গিয়ে ৬৮ মিনিটের মাথায় গিয়ে দলকে এগিয়ে দেন মেসি। নেইমারের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকেই বাঁকানো শটে লেন্সের গোলরক্ষককে পরাস্ত করেন সাতবারের ব্যালন ডি'অর জয়ী এ ফুটবলার। লিগে মেসির এটি চতুর্থ গোল। পিএসজির এই গোলে জয় প্রায় নিশ্চিতই হয়ে গিয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের ২ মিনিট বাকি থাকতে বাঁধ সাধেন লেন্সের বদলি হিসেবে নামা স্ট্রাইকার কোরেন্টিন জিন। তার ৮৮ মিনিটের গোলে ড্র হয় ম্যাচ। তবে শিরোপা ঠিকই জিতে নেয় পিএসজি। লিগের ৩৪ ম্যাচ শেষে ২৪ জয় ও ৬ ড্রয়ে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান চূড়ান্ত নিশ্চিত করে ফেলেছে পিএসজি। দুইয়ে থাকা মার্শেইর সংগ্রহ ৩৩ ম্যাচে ৬২ পয়েন্ট। তারা বাকি সব ম্যাচ জিতলেও ৭৭ পয়েন্টের বেশি পাবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম