ঢাকা ০৬ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
কালিগঙ্গায় নদীতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা তাঁকেই সিদ্ধান্ত নিতে হবে: জয়শঙ্কর খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়টি শারীরিক অবস্থার জন্য বিলম্ব হচ্ছে: ডা. জাহিদ ভারতে ‘বাবরি মসজিদ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন বোয়ালখালী দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামছু ও সাধারণ সম্পাদক নজরুল খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে ডা. জুবাইদা যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতার কারাগারে মৃত্যু কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মানবিক সেবা অভিযানের সমাপনী আজ রোববার থেকে বার্ষিক পরীক্ষা নেবেন প্রাথমিকের শিক্ষকরা দেশীয় চিনি শেষ না হওয়া পর্যন্ত আমদানি নয়: শিল্প উপদেষ্টা

মেডিকেল ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি, কোচিং বন্ধ এক মাস আগেই

#

নিজস্ব প্রতিবেদক

২৪ ডিসেম্বর, ২০২৩,  1:13 PM

news image

আগামী ৯ ফেব্রুয়ারি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।  আর এক মাস আগে ৯ জানুয়ারি থেকে মেডিকেলে ভর্তির কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।  মন্ত্রী বলেন, এমবিবিএস ভর্তি পরীক্ষার বিষয়ে আমরা একটি শিডিউল ঠিক করেছি, সে অনুসারে পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষার শিডিউলের পাশাপাশি কীভাবে মান উন্নয়ন করা যায়,

কীভাবে আরও যুক্তিসঙ্গত পরীক্ষা নেওয়া যায়, যাতে ভালো শিক্ষার্থী ভর্তি হতে পারে, তা নিয়েও আলোচনা হয়েছে। ভর্তির যোগ্যতা প্রসঙ্গে তিনি বলেন, মেডিকেল কলেজে ভর্তি হতে ন্যূনতম ৪৯ নম্বর পেতে হবে। যেটা আগেও ছিল। মাইগ্রেশনের সুযোগ তিনবার রাখা হয়েছে। সব কলেজে একবারে চয়েস দিতে পারবেন শিক্ষার্থীরা। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে একই নিয়ম অনুসরণ করা হবে।  স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশি শিক্ষার্থীরা ১ জানুয়ারি থেকে আবেদন করতে পারবেন। আর ৪ জানুয়ারি থেকে বিদেশি শিক্ষার্থীদের জন্য আবেদন নেওয়া যাবে। সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা বিভাগ ও অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম