মেট্রোপলিটন পুলিশের আয়োজনে ATU-UNODC'র যৌথ কর্মশালা
২২ জানুয়ারি, ২০২৫, 10:36 AM
NL24 News
২২ জানুয়ারি, ২০২৫, 10:36 AM
মেট্রোপলিটন পুলিশের আয়োজনে ATU-UNODC'র যৌথ কর্মশালা
আবুল হোসেন বাবলুঃ আরপিএমপি'র আয়োজনে রংপুরে (ATU) এবং (UNODC)'র পাঁচটি আঞ্চলিক ও একটি জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সন্ত্রাসবাদ, সহিংসতা ও চরমপন্থা মোকাবেলায় বিট পুলিশিং কর্মকর্তা এবং কমিউনিটি পুলিশ সদস্যদের সক্ষমতা জোরদার করার লক্ষ্যে "Countering Terrorism and Violent Extremism through Strengthening of Community and Beat Policing Mechanism and Strategies in Bangladesh" শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট ATU ও United Nations Office on Drugs and Crime (UNODC) কর্তৃক যৌথভাবে পাঁচটি আঞ্চলিক এবং একটি জাতীয় কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় Dissemination এর জন্য Technical Needs Assessment Recommendation and Findings to Strengthen Community and Beat Police "Mechanisms and Strategies in Countering Terrorism and Preventing and Countering Violent Extremism in Bangladesh Planned শীর্ষক সভা মঙ্গলবার ২১ জানুয়ারী সকাল ১০টায় আরপিএমপি'র কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিআইজি (ক্রাইম এন্ড ইনভেস্টিগেশন) মফিজ উদ্দিন আহম্মেদ। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি মোছাঃ শিরিন আক্তার জাহান। এছাড়াও উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনারগণ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।