ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
সীমানা নিয়ে আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ইসি পিআর তো বিএনপিরই চাওয়ার কথা: মুফতি ফয়জুল করিম কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সাত কলেজ শিক্ষার্থীদের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দক্ষিণখান থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক বার্ন ইন্সটিটিউটে নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদাকে সাতক্ষীরায় সংবর্ধনা সাবেক ভূমিমন্ত্রীর বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও উৎপল গ্রেপ্তার দ্বিতীয় দিনের সাক্ষ্যে শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ ইসলাম

মুস্তাফিজকে ভিড়িয়ে কেমন দল সাজালো দিল্লি

#

স্পোর্টস ডেস্ক

১৪ ফেব্রুয়ারি, ২০২২,  2:36 PM

news image

শেষ তিন বছর আইপিএলে দিল্লি ক্যাপিটালসের পারফরম্যান্স বেশ ঈর্ষণীয়। আইপিএল চ্যাম্পিয়ন হতে না পারলেও একবারের রানার্স আপ আর দুইবার প্লে অফে পৌঁছায় তারা। ঋষভ পন্থ, পৃথ্বী শ্বাহ, অক্ষর প্যাটেল আর এনরিখ নর্টজেকে রেখে দিয়েই আইপিএল ২০২২ নিলামের আসরে নামে দিল্লি ক্যাপিটালস।  মুস্তাফিজুর রহমান, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, শার্দূল ঠাকুরদের তুলে নিয়ে নিলামের প্রথম দিনই বেশ শক্তিশালী দল গড়ে দিল্লি। ওপেনিং স্লটে সমস্যা সমাধানের পাশাপাশি টপ অর্ডার এবং অলরাউন্ডার বিভাগও শক্তিশালী হয়েছে দলটির। শিখর ধাওয়ান হাতছাড়া হওয়ায় অভিজ্ঞ ওয়ার্নার অবশ্যই ফ্যাক্টর হবেন এবার দিল্লি দলে।  এছাড়া ওয়ার্নারের অভিজ্ঞতা দিল্লির তরুণ ক্রিকেটারদেরও কাজে লাগবে। ৬.২৫ কোটি রুপিতে ডেভিড ওয়ার্নারকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। ২ কোটি রুপিতে মুস্তাফিজুর রহমানকেও নেয় পন্থের দল। আর দ্বিতীয় দিনে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে তুলে দলে আরও ভারসাম্য আর শক্তি বাড়াল দিল্লি ক্যাপিটালস।

প্রথম দিনের মতো নিলামের দিনের দিনেও কোয়ালিটি ক্রিকেটার তোলার দিকে নজর ছিল দিল্লির। রাজস্থান রয়্যালসের হয়ে গত আইপিএলে দুরন্ত বোলিং করা চেতন সাকারিয়াকে ৪ কোটি ২০ লাখ রুপিতে দলে নিল দিল্লি ক্যাপিটালস। খলিল আহমেদকে কিনল ৫.২৫ কোটি রুপিতে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের অধিনায়ক যশ ধুলকেও নিল দিল্লি। ডেভিড ওয়ার্নারকে নেওয়ার পাশাপাশি ৬.৫০ কোটি রুপিতে মিচেল মার্শকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।  অজি অলরাউন্ডার অবশ্যই ফ্যাক্টর আইপিএলের মঞ্চে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত পারফর্ম করেন মার্শ। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও স্বাচ্ছন্দ্য। ১০.২৫ কোটি রুপিতে শার্দূল ঠাকুরকে কেনে দিল্লি। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দুরন্ত পারফর্ম করেন শার্দূল। ভারতীয় দলের জার্সিতেও চমৎকার পারফর্ম করে চলেছেন এই বোলার অলরাউন্ডার। ফলে নিশ্চিতভাবেই দিল্লি অনেক শক্তিশালী হল।

দিল্লি যাদের নিল-

শার্দূল ঠাকুর (১০.৭৫ কোটি)

ডেভিড ওয়ার্নার (৬.২৫ কোটি)

মিচেল মার্শ (৬.৫০ কোটি)

খলিল আহমেদ (৫.২৫ কোটি)

চেতন সাকারিয়া (৪.২০ কোটি)

রভম্যান পাওয়েল (২.৮০ কোটি)

কুলদীপ যাদব (২ কোটি)

মুস্তাফিজুর রহমান (২ কোটি)

কেএস ভারত (২ কোটি)

মনদীপ সিং (১.১০ কোটি)

কমলেশ নাগারকোটি (১.১০ কোটি)

ললিত যাদব (৬৫ লাখ)

লুঙ্গি এনগিডি (৫০ লাখ)

যশ ধুল (৫০ লাখ)

টিম শিফার্ট (৫০ লাখ)

প্রবীন দুবে (৫০ লাখ)

সরফরাজ খান (২০ লাখ)

অশ্বিন হেব্বার (২০ লাখ)

রিপল প্যাটেল (২০ লাখ)

ভিকি ওস্টওয়াল (২০ লাখ)

দিল্লি যাদের রেখেছে-

ঋষভ পন্থ (১৬ কোটি)

অক্ষর প্যাটেল (৯ কোটি)

পৃথ্বী শ্বাহ (৭.৫০ কোটি)

এনরিখ নর্টজে (৬.৫০ কোটি)

২ কোটি রুপিতে কুলদীপ যাদবকেও ২ কোটি টাকায় কেনে দিল্লি ক্যাপিটালস। নর্টজে, মিচেল মার্শ, শার্দূল ঠাকুরের পাশাপাশি মুস্তাফিজুর রহমান আইপিএলে অবশ্যই ফ্যাক্টর। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে গত ২ বছর ভালোই পারফর্ম করেন তিনি। মুস্তাফিজুরের অফ কাটার অনেক ক্ষেত্রেই বিপদে ফেলে দেয় ব্যাটারদের। চায়নাম্যান কুলদীপ যাদব কেকেআর এর হয়ে গত দুই বছর সাফল্য না থাকলেও চোট সারিয়ে আবারও মাঠে ফিরেছেন। জাতীয় দলের জার্সিতেও কামব্যাক করেছেন।  পন্থের বিকল্প উইকেটকিপার হিসেবে কেএস ভারতকে দলে নেওয়াও দিল্লির মাস্টারস্ট্রোক। কমলেশ নাগারকোটিকে ১ কোটি ১০ লক্ষ রুপিতে, সরফরাজ খান, অশ্বিন হেরবারকে ২০ লাখ টাকায় নেয় দিল্লি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম