ঢাকা ২১ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
‘সাংবাদিক’ পরিচয়ে তিশার আপত্তিকর ভিডিও ধারণ আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন বাহারুল আলম ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন শেখ সাজ্জাত আলী সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার মহাখালীতে অটোরিকশা চালকদের সেনাবাহিনীর ধাওয়া জয়ের নামও উচ্চারণ করতে চাই না: শফিক রেহমান ‘বিশেষ সুযোগ’ দিয়ে তামিমকে ফেরানোর চেষ্টা নেটমাধ্যমে ঝড় তুললেন পাকিস্তানি অভিনেত্রী রাজধানীতে সড়ক অবরোধ করে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ ১৪ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা

মুরাদের হ্যাটট্রিক ও তাসকিন-হাসানদের দারুণ বোলিং

#

স্পোর্টস ডেস্ক

১৯ নভেম্বর, ২০২৪,  1:55 PM

news image

হাসান মুরাদের হ্যাটট্রিক ও তাসকিন-হাসান মাহমুদদের দারুণ বোলিংয়ে ভালোই প্রস্তুতি সারল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের আগে অ্যান্টিগায় দুই দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে সোমবার প্রথম দুই সেশন খেলাই হয়নি বৃষ্টির কারণে। পরে ২৫.৪ ওভার খেলা হয়। ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশ ৯ উইকেটে ৮৭ রান তোলার পর ড্র হয় ম্যাচ।

মুরাদ ১.৪ ওভার বোলিং করে ১ রানে ৩ উইকেট নেন। যদিও স্বীকৃত কোনো ম্যাচ নয় বলে এই হ্যাটট্রিক থাকবে না রেকর্ড বইয়ে। তাসকিন আহমেদ ও হাসানের শিকার দুটি করে উইকেট, শরিফুল ইসলাম ও মিরাজের একটি করে।

গতকাল শেষ বিকেলে শূন্য রানে আউট হয়েছিলেন ক্যারিবিয়ানদের এই ম্যাচের অধিনায়ক ও তাদের টেস্ট অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। ১ উইকেটে ৫ রান নিয়ে তারা শুরু করে দ্বিতীয় দিন। পরে বৃষ্টি শেষে খেলা শুরুর পর বাংলাদেশকে খুব একটা অপেক্ষা করতে হয়নি প্রথম উইকেটের জন্য। তাসকিনের ফুল লেংথ বল দ্বিতীয় স্লিপে মিরাজের হাতে তুলে দেন জশুয়া ডর্ন।

হাসান তার দ্বিতীয় উইকেট নিতে খুব দেরি করেননি। পাঁচ স্লিপ নিয়ে তিনি বোলিং করছিলেন জর্ডান জনসনের জন্য। তবে ভেতরে ঢোকা দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড করে দেন বাঁহাতি ব্যাটসম্যানকে। তাসকিনের দ্বিতীয় শিকার কিমানি মেলিয়াস। ২৩ রান করা ওপেনার তাসকিনের শর্ট ডেলিভারিতে আলতো পুল শটে বল তুলে দেন শর্ট মিড উইকেটে শরিফুলের হাতে।

শরিফুলের ভেতরে ঢোকা ডেলিভারি না খেলে ছেড়ে দিয়ে ৬ রানে এলবিডব্লিউ হন ডানহাতি এই ব্যাটসম্যান। টেস্ট স্কোয়াডে থাকা জাস্টিন গ্রিভস ও তরুণ ড্যানিয়েল বেকফোর্ড এরপর একটু লড়াইয়ের চেষ্টা করেন। বাংলাদেশের পেস সামাল দিয়ে ৪২ রানের জুটি গড়েন তারা।

তবে বল হাতে নিয়ে প্রথম ডেলিভারিতেই এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। যদিও এখানে কৃতিত্ব বেশি ফিল্ডারের। মিরাজের প্রথম বলটিই স্লগ করে তুলে মারেন ২০ রানে থাকা গ্রিভস। মিড উইকেট সীমানা থেকে অনেকটা দৌড়ে দুর্দান্ত ডাইভিং ক্যাচ নেন মাহমুদুল হাসান জয়।

পরের ওভারেই মুরাদের হ্যাটট্রিক। ওভারের দ্বিতীয় বলে এলবিডব্লিউ হন ১৯ রানে থাকা বাঁহাতি বেকফোর্ড। পরের বলটি তো কিছুই বুঝতে পারেননি নেভিন বিদেইজি। বল টার্ন করে বাঁহাতি ব্যাটসম্যানের ব্যাট-প্যাডের ফাঁক গলে আঘাত করে স্টাম্পে। পরের বলে শেইম হোল্ডারকে এলবিডব্লিউ করে হ্যাটট্রিক পূর্ণ করেন মুরাদ। এরপরই ম্যাচ শেষের ইশারা করেন বাংলাদেশ কোচ ফিল সিমন্স।

আগের দিন ব্যাটিংয়ে বাংলাদেশের টপ অর্ডার খুব ভালো করতে পারেননি। মুমিনুল হক আউট হন ৩১ রান করে। পরে লিটন কুমার দাস (৩১), জাকের আলি (৪৮) ও মাহিদুল ইসলাম অঙ্কন (৪১) কিছু রানের দেখা পান। তিন ব্যাটসম্যানই স্বেচ্ছাবসরে যান অন্যদের সুযোগ দিতে। প্রস্তুতি ম্যাচ শেষে এবার মূল লড়াইয়ের অপেক্ষা। দুই ম্যাচ সিরিজের প্রথমটি অ্যান্টিগায় শুরু শুক্রবার।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৭৩.২ ওভারে ২৫৩/৭ (ডিক্লে.)

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশ: ২৭.৪ ওভারে ৮৭/৯ (ব্র্যাথওয়েট ০, মেলিয়াস ২৩, ডর্ন ৭, জনসন ৬, ইমলাখ ৬, গ্রিভস ২০, বেকফোর্ড ১৯, এডওয়ার্ড ০*, বিদেইজি ০, হোল্ডার ০; হাসান ৬-১-১৫-২, নাহিদ ৭-০-২৮-০, ৫-১-২১-২, শরিফুল ৩-০-১২-১, তাইজুল ৪-১-৪-০, মুরাদ ১.৪-০-১-৩, মিরাজ ১-১-০-১)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম