মুন্সীগঞ্জে বিদেশি মদসহ যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর, ২০২৫, 11:00 AM
নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর, ২০২৫, 11:00 AM
মুন্সীগঞ্জে বিদেশি মদসহ যুবক গ্রেফতার
মুন্সীগঞ্জে ৭ বোতল বিদেশি মদসহ ইসমাইল হোসেন (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। মঙ্গলবার আনুমানিক রাত ৯ টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার নতুনগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার ইসমাইল হোসেন চরডুমুরিয়া গ্রামের বাসিন্দা। তবে তিনি বর্তমানে ভিটি শীলমন্দি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। পুলিশ জানিয়েছে, এসআই (নিরস্ত্র) রাশেদ মুন্সির নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর উপজেলার নতুনগাঁও এলাকার একটি পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে ইসমাইল হোসেনকে গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৩৭৫ মিলিলিটারের ৭ বোতল মদের বোতল উদ্ধার করা হয়। এ ঘটনায় আসামির বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।