ঢাকা ১৮ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
বৃষ্টি বাধায় ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট ড্র এডিবির সঙ্গে চুক্তি সম্পন্ন, ৬০ কোটি ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ ‘প্রবাসীরাই বিশ্বের সামনে হত্যাকাণ্ডের তথ্য তুলে ধরেছিলেন’ ১০ ট্রাক অস্ত্র মামলায় বাবরকে খালাস দিলেন হাইকোর্ট সব ধর্মপ্রাণ মুসলমানকে শান্ত ও ধৈর্য ধারণ করার অনুরোধ হাসনাত আব্দুল্লাহর গাজীপুরে বসতবাড়িতে আগুন, তালাবদ্ধ ঘরে শিশু পুড়ে অঙ্গার টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ইমাম-মুয়াজ্জিন নিহত টঙ্গীতে বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ ডি-৮ সম্মেলনে যোগ দিতে মিশর গেলেন প্রধান উপদেষ্টা টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠে দুই পক্ষের সংঘর্ষ, বিজিবি মোতায়েন

মুন্সিগঞ্জে যুবদল নেতা শান্ত হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ

#

নিজস্ব প্রতিবেদক

১৮ ডিসেম্বর, ২০২৪,  10:58 AM

news image

মুন্সিগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু ইলিয়াস শান্ত হত্যা মামলায় আসামিদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১০টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাব ফটকে জড়ো হয়ে মানববন্ধন ও পরে সুপারমার্কেট এলাকায় বিক্ষোভ মিছিল এবং অবরোধ করে বিক্ষুব্ধরা। কর্মসূচিতে শান্তর স্বজন ও এলাকাবাসীসহ সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেয়। কর্মসূচিতে নিহত যুবদল নেতা শান্ত’র স্ত্রী শান্তা ইসলাম স্বামীর হত্যাকারীদের গ্রেফতারে জোরালো দাবি জানান। বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, আর্থিক ও রাজনৈতিক অবস্থানে ঈর্ষান্বিত হয়ে দেড় মাস আগে চিতলিয়া বাজারে পরিকল্পিতভাবে হত্যা করা হয় সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াসকে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করলেও আসামিদের গ্রেফতারে কোন তৎপরতা নেই পুলিশের। এদিকে সড়ক অবরোধ করলে প্রায় ঘণ্টাব্যাপী জেলা শহরের প্রধান সড়কে যান চলাচল ব্যাহত হয়, তৈরি হয় যানজট।  ২৪ ঘন্টার মধ্যে এজহারনামীয় ৮ আসামিকে গ্রেফতার ও অনতিবিলম্বে সর্বোচ্চ বিচারের দাবি জানান তারা।অন্যথায় থানা ঘেরাওয়ের হুঁশিয়ারী দেন আন্দোলনকারীরা। প্রসঙ্গত, গত ১ নভেম্বর মামলার আসামিদের সাথে স্পীডবোটে করে ঢাকার উদ্দ্যেশ্যে রওনা হয় যুবদল নেতা শান্ত।  রাতে আসামিরা বাড়ির লোকজনকে জানায়, শান্ত আহত হয়ে হাসপাতালে ভর্তি। গুরুতর আহত অবস্থায় শান্তকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে রাতে মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই মামুন সরকার বাদী হয়ে এজাহারনামীয়সহ ১৪জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। নিহত শান্ত মুন্সিগঞ্জ সদর উপজেলার চরমশুরা এলাকার মৃত বোরহান সরকারের ছেলে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম