ঢাকা ২০ এপ্রিল, ২০২৫
সংবাদ শিরোনাম
কাভার্ডভ্যান চুরি করে টুকরো টুকরো করে বিক্রি, গ্রেফতার ৩ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ আফগানিস্তানে এবার ৫.৮ মাত্রার ভূমিকম্প, কাঁপলো ভারতও ঘুষ চাইলে অভিযোগ করা যাবে ২ মন্ত্রণালয়ে আশুলিয়ায় ৪ বছরের শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার ভোলায় মে‌ডি‌কেল ক‌লেজসহ ৫ দফা দাবী‌তে মানববন্ধন ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকদের জন্য সুখবর দেশের ইতিহাসে এবারের নির্বাচন সর্বোত্তম হবে: প্রধান উপদেষ্টা কাল সারা দেশে কারিগরি শিক্ষার্থীদের মহাসমাবেশের ঘোষণা

মিথ্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে স্বতন্ত্র প্রার্থীদের মানববন্ধন

#

আরিফ প্রধান

০৩ জানুয়ারি, ২০২২,  10:21 PM

news image

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ও তেলিহাটি ইউনিয়নে অবাধ, সুষ্ঠু ও দলীয় প্রভাবমুক্ত নির্বাচন অনুষ্ঠান, স্বতন্ত্র প্রার্থী সহ তার কর্মী-সমর্থকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন বরমীর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেন ও তেলিহাটির চেয়ারম্যান প্রার্থী ফরিদ আহমেদ সরকার। আজ বেলা ১১ টায় ফরিদ সরকার ও রবিবার বিকেলে বরমী বাজার জনতার মোড়ে তোফাজ্জল হোসেন তার সমর্থকদের নিয়ে মানববন্ধন করেন । মানববন্ধনে এলাকার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।

তারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী বরমীর আনোয়ার হোসেন সরকার ও তেলিহাটির প্রার্থী আ. বাতেন সরকারের  বিরুদ্ধে ভোটারদের উপর চাপ প্রয়োগ, কর্মী সমর্থকদের হুমকি প্রদানসহ আচরণবিধি লংঘনের অভিযোগ করেন। এসময় সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেন তারা। বরমীর স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জল হোসেন অভিযোগ করে বলেন, আসন্ন ইউপি নির্বাচনে আমার নির্বাচনী গণজোয়ার দেখে নৌকার প্রার্থী নানা ভাবে দলীয় ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছেন। তারা নিজেরা নৌকার অফিস ভাংচুর করে মিথ্যা নাটক সাজিয়ে আমাকে সহ আমার প্রায় অর্ধ শতাধিক কর্মী সমর্থকদের নামে মামলা দায়ের করেছেন। এ ছাড়া নির্বাচনী প্রচারণায় বাঁধা দেয়া সহ আনোয়ার হোসেন সরকারের লোকজন স্বতন্ত্র প্রার্থীর কর্মী–সমর্থকদের হুমকি, মারধর এমনকি হামলা করে ভীতির পরিবেশ সৃষ্টি করছে। নৌকার প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের অনেক ঘটনা ঘটলেও স্থানীয় প্রশাসন তাঁদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। এতে তাঁদের পাশাপাশি সাধারণ ভোটাররাও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কিত। তিনি প্রশাসন সহ সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সুষ্ঠু নির্বাচন হলে স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জল হোসেন জয়ী হবেন বলেও জানান তিনি। তেলিহাটির ফরিদ আহমেদ সরকার বলেন, গত কয়েকদিন ধরেই তার কর্মী সমর্থকদের হুমকী দিয়ে প্রচারণায় বাধা দিচ্ছে আ.লীগের প্রার্থী আব্দুল বাতেন সরকারের সমর্থকরা। নির্বাচনের দুই দিন পূর্বে  মিথ্যা ঘটনায় তাঁর ৪০ জন কর্মী সমর্থকদের নামসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামী করে মামলা হয়েছে। গত কয়েকদিন ধরেই হুমকী ধমকির কারণে তিনি কোন প্রচারণা চালাতে পারছেন না। স্থানীয় প্রশাসনের কাছ থেকেও তিনি কোন সহযোগিতা পাচ্ছেন না। প্রশাসন আমাদের ওরপ স্টীমরোলার চালাচ্ছে। নির্বাচন কমিশনকে এসব বিষয়ে ১৫ টি অভিযোগ করলেও তারা কোন ব্যবস্থা নেয়নি। তিনি আরো বলেন, মামলা হওয়ার পর তার কর্মী সমর্থকদের উপর পুলিশী হয়রাণী বেড়ে গেছে। তাই মিথ্যা মামলা প্রত্যাহার ও ভয়ভীতি মুক্ত নির্বাচনী পরিবেশ তৈরীর নিশ্চয়তার জন্য সরকারের কাছে দাবী জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম