ঢাকা ১১ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩৭ তিন খাতে বরাদ্দ বন্ধ করে দিল সরকার বন্যাদুর্গত এলাকায় বিদ্যুৎ নেই, বন্ধ মোবাইল নেটওয়ার্ক মাদরাসা বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫ পাসের হারে শীর্ষে রাজশাহী, পিছিয়ে বরিশাল এসএসসিতে এবার প্রকৃত পাসের হার পাওয়া গেছে: এহসানুল কবীর এসএসসির ফল প্রকাশ: ১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ এসএসসি ও সমমানে পাসের হার ৬৮.৪৫ শতাংশ স্ত্রীকে খুন করে ১১ টুকরো করে গ্রিল কেটে পালালেন স্বামী ১৫ বছরের লুটপাট তদন্তে বাংলাদেশ ব্যাংকের তিন সাবেক গভর্নরের নথি তলব

মালয়েশিয়া সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জুলাই, ২০২৫,  3:06 PM

news image

আসিয়ানের আঞ্চলিক ফোরামে (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে দুই দিনের সফরে মালয়েশিয়া গেলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন। কামরুল ইসলাম জানান, আসিয়ানের আঞ্চলিক ফোরামে (এআরএফ) অংশ নিতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। তিনি আজ দুপুরে রওনা হন। সফর শেষে আগামী ১২ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে। এদিকে সম্প্রতি জঙ্গি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এ ঘটনা প্রকাশের পর দেশীয় গণমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

এমন প্রেক্ষাপটে মালয়েশিয়া সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সফরকালে তিনি আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিলেও, বৈঠকের ফাঁকে মালয়েশিয়ার সরকারি প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার সম্ভাবনা রয়েছে। যদি সে ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়, তাহলে গ্রেপ্তার হওয়া বাংলাদেশিদের প্রসঙ্গটি গুরুত্ব সহকারে আলোচনায় আসতে পারে। এ ছাড়াও আগামী আগস্টে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফর নিয়েও আলোচনা হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। সূত্রগুলো বলছে, পররাষ্ট্র উপদেষ্টার এই সফর শুধু এআরএফ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য নয়; বরং মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের পরিস্থিতি এবং আসন্ন উচ্চ পর্যায়ের সফরকে কেন্দ্র করেও তা কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। উল্লেখ্য, ৮ থেকে ১১ জুলাই পর্যন্ত মালয়েশিয়ায় এআরএফের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম