মাধবপুরে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের নাম পুনর্বহালের দাবিতে মানববন্ধন
৩০ আগস্ট, ২০২৪, 4:06 PM
NL24 News
৩০ আগস্ট, ২০২৪, 4:06 PM
মাধবপুরে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের নাম পুনর্বহালের দাবিতে মানববন্ধন
মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের নাম পুনর্বহাল করার দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রসমন্বয়করা এবং জনতা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। বুধবার (২৮ আগষ্ট) দুপুরে কলেজ থেকে বৈষম্যবিরোধী ছাত্র জনতা বিক্ষোভ মিছিল করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আসেন তারপর তারা এখানে মানববন্ধন করেন,মানববন্ধনে সবাই দাবি করেন মৌলানা আছাদ আলী নাম পরিবর্তন করে আগের নামে যেন এই কলেজটির নাম করণ করা হয়। এতে বক্তব্য রাখেন মাধবপুর বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক সিরাজুল ইসলাম তানজীল, মেহেদী হাসান, ইমন খান, আশরাফুল ইসলাম খান, হাবিবা ইসলাম, কলেজের প্রাক্তন ছাত্র আলাউদ্দিন আল রনি, মোস্তফা কামাল বাবুল, সাবেক ভাইস চেয়ারম্যান আঃ আজিজ, সাবেক কাউন্সিলর গোলাপ খান,আফজাল পাঠান,আলমগীর কবির,রাসেল আহমেদ প্রমুখ। পরে বৈষম্য বিরোধী ছাত্রনেতারা হবিগঞ্জ জেলা প্রশাসক ও মাধবপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। সভায় বক্তারা বলেন- ১৯৮৬ সালে বিট্রিশ বিরোধী আন্দোলনের নেতা ও পার্লামেন্ট সেক্রেটারী রাজনীতিবিদ সৈয়দ সঈন উদ্দিনের নামে তার সন্তানরা মাধবপুর উপজেলার পাশে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে একটানা ৭ বছর প্রতিষ্ঠাতা পরিবার কলেজের সকল ব্যয়ভার বহন করেন। এছাড়া তাদের নিজস্ব অর্থায়নে কলেজের ভূমি কেনা সহ একাডেমিক অবকাঠামো নির্মাণ করেন। ২০১০ সালে সর্বশেষ তারা ১ কোটি টাকা কলেজের তহবিলে অনুদান প্রদান করেন। কিন্তু ২০২০ সালে বিগত সরকারের আমলে তৎকালীন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি প্রভাব খাটিয়ে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে তার পিতা মৌলানা আছাদ আলীর নামে কলেজের নামকরণ করেন। এতে মাধবপুরের ছাত্রজনতা ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বৈষম্যবিরোধী ছাত্র নেতারা বলেন, সীমিত সময়ের মধ্যে অন্তবর্তীকালীন সরকার কলেজের নাম দ্রুত পরিবর্তন না করলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ সহ কঠিন কর্মসূচি দেওয়া হবে। তাই শিক্ষা উপদেষ্টার প্রতি সবার দাবি অতি দ্রুত কলেজের নাম যেন পরিবর্তন করা হয়।