ঢাকা ২৩ এপ্রিল, ২০২৫
সংবাদ শিরোনাম
সিলেট টেস্টে দায়িত্ব পালনকালে বিসিবির নিরাপত্তা কর্মকর্তার মৃত্যু ফিরে গেলেন শিক্ষা উপদেষ্টা, অনশনে অনড় কুয়েট শিক্ষার্থীরা অর্থপাচারকারী ৭০ ভিআইপিকে শনাক্ত করেছে দুদক অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় অভিযোগ গঠন কত বেতন বাড়ল আউটসোর্সিং কর্মীদের কাশ্মীরে হামলা: সৌদি সফর সংক্ষিপ্ত করলেন মোদি, ফিরেই জরুরি বৈঠকে স্বর্ণের বাজারে অশনি সংকেত কাশ্মীরে দুই অস্ত্রধারীকে গুলি করে হত্যার দাবি ভারতীয় সেনাবাহিনীর ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল

মাঠ পর্যায়ে গেলে বোঝা যায় মানুষ কী চায় : সারজিস

#

নিজস্ব প্রতিবেদক

২৭ মার্চ, ২০২৫,  10:48 AM

news image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, 'প্রত্যেকটি গ্রাম, ইউনিয়নে এবং উপজেলায় নতুন এই দল এনসিপির পক্ষ থেকে গিয়ে মানুষের সঙ্গে কাজ করতে চাই। কারণ আমরা যারা জনপ্রতিনিধি হতে চাই তারা মাঠ পর্যায়ে গিয়ে দেখলে আসল পরিস্থিতি বুঝতে পারবো। মানুষ কীভাবে আছে বা তারা কী চায়।' বুধবার বিকেলে পঞ্চগড়ের আটোয়ারীর ধামোর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভায় গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।  তিনি বলেন, 'এনসিপির পক্ষ থেকে পুরো বাংলাদেশে আমরা যারা রয়েছি, তারা সকল মানুষের সঙ্গে কাজ করতে চাই। সে বিষয়গুলো মাঠে গিয়ে তুলে ধরছি। কারণ খুব স্বাভাবিকভাবেই গ্রামেগঞ্জে আমার পার্টির নাম ও মার্কার নাম জানা দরকার। আমি কি কাজ করতে চাই। আমার মন-মানসিকতা কেমন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি খালি নির্বাচনের সময় আছি, নাকি অন্য সময় আছি, না জনগণের দরকার তখন আসি।'  পথসভায় সারজিস আলম বলেন, ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য দেড় হাজারের অধিক মানুষকে খুন করেছে। কারণ সে জনগণের ভোটে নির্বাচিত হয় নাই। তাই বিগত তিনবারের মত টিকে থাকতে সেই বল প্রয়োগের চেষ্টা করে এই হাসিনা। এদিকে, রাতে সারজিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেজে এ সংক্রান্ত ছবিসহ একটি পোস্ট করেছেন। আর তাতে লিখেছেন, 'নতুন এই পথ চলার বাঁকে বাঁকে আমরা অভিজ্ঞতা অর্জন করব। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে চলবো। আমাদের এই যাত্রা অসীমের অন্তে। জাতীয় নাগরিক পার্টির বাংলাদেশকে নিয়ে দেখা স্বপ্নগুলো নিয়ে গ্রামগঞ্জ ,হাটবাজার থেকে শুরু করে প্রতিটি বাড়ির দরজায় আমরা উপস্থিত হব শীঘ্রই।' তিনি আরও উল্লেখ করেন,

জাতীয় নাগরিক পার্টির মাধ্যমে সরকারের কাছে জনগণের আজকের দাবি :

সিন্ডিকেট করে চায়ের ন্যায্য মূল্য হতে চা চাষীদের বঞ্চিত করাকে বন্ধ করতে হবে। চা চাষিরা কতিপয় ব্যবসায়ীদের হাতে আর জিম্মি হয়ে থাকতে চায় না। গুরুত্বপূর্ণ স্থানীয় কাঁচা সড়কগুলো প্রায়োরিটির ভিত্তিতে দ্রুততম সময় পাকা করতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম