ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
সীমানা নিয়ে আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ইসি পিআর তো বিএনপিরই চাওয়ার কথা: মুফতি ফয়জুল করিম কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সাত কলেজ শিক্ষার্থীদের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দক্ষিণখান থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক বার্ন ইন্সটিটিউটে নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদাকে সাতক্ষীরায় সংবর্ধনা সাবেক ভূমিমন্ত্রীর বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও উৎপল গ্রেপ্তার দ্বিতীয় দিনের সাক্ষ্যে শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ ইসলাম

মাঠে প্রকাশ্যে শাহজাদের ধূমপান, যুক্ত হলো ডিমেরিট পয়েন্ট

#

ক্রীড়া প্রতিবেদক

০৫ ফেব্রুয়ারি, ২০২২,  10:45 AM

news image

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে দিনের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় মিনিস্টার গ্রুপ ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু তাতেও হানা দেয় বৃষ্টি। এসব কিছুর মাঝেই মাঠে ধূমপান করে আলোচনায় ঢাকার আফগান ক্রিকেটার মোহাম্মদ শাহজাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আচরণবিধি ভঙ্গ করায় তাকে তিরস্কার করা হয়েছে। সঙ্গে তার নামের পাশে এক ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। এক বিবৃতিতে বিসিবি জানায়, শাহজাদের কার্যক্রম বোর্ডের আচরণ বিধির ২.২০ নম্বর ধারা ভঙ্গ করেছে।

ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুলের দেওয়া শাস্তি শাহজাদ স্বীকার করে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। উল্লেখ্য, শুক্রবার সিলেট সানরাইজার্স ও ফরচুন বরিশালের ম্যাচের পর মিনিস্টার ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচও পণ্ড হয়ে যায়। তবে কিছু সময়ের জন্য বৃষ্টি থামলে ঢাকা ও কুমিল্লার খেলোয়াড়রা মাঠ দেখতে নেমেছিলেন মিরপুরের সবুজ ঘাসে। সেখানে রি-ইউনিয়ন হয়ে যায় তিন আফগানিস্তান ক্রিকেটারের। কুমিল্লার হয়ে খেলতে এসেছেন করিম জানাত। ঢাকায় খেলছেন মোহাম্মদ শাহজাদ ও ফজল হক ফারুকি। কিন্তু মোহাম্মদ শাহজাদ সেখানে এক বিতর্কের জন্ম দেন। জ্যাকেটের পকেট থেকে ভেপ বা ই-সিগারেট বের করে মাঠে প্রকাশ্যে ধূমপান করেন তিনি। একাধিকবার তাকে এই কাজ করতে দেখা যায়। সেই ধোঁয়ার কুন্ডুলি পাকিয়ে ওপরে উঠতে দেখা যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম