ঢাকা ১৬ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
বিসিএসের জন্য কর্মসূচি পরিবর্তন করল জামায়াত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন স্বাস্থ্য উপদেষ্টা ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা তাফসীরে মারেফুল কোরআন-বাংলা অনুবাদের শ্রেষ্ঠ সংযোজন ‘দ্বন্দ্বে আটকা’ জুলাই সনদ বৃষ্টি ও উজানের ঢলে তিস্তায় ফের পানি বৃদ্ধি, বন্যার শঙ্কা টিকে থাকার শেষ চেষ্টা আজ ফ্যাসিস্টদের গ্রেফতারের নির্দেশ দিয়েছি: ডিআইজি রেজাউল মাঠে গড়াচ্ছে রাজনীতি, অভিন্ন দাবিতে কর্মসূচিতে নামছে ৩ দল বগুড়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা

মাঠে গড়াচ্ছে রাজনীতি, অভিন্ন দাবিতে কর্মসূচিতে নামছে ৩ দল

#

নিজস্ব প্রতিবেদক

১৬ সেপ্টেম্বর, ২০২৫,  11:24 AM

news image

ইসলামপন্থি তিনটি রাজনৈতিক দল আগামী জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি প্রবর্তন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনসহ বিভিন্ন দাবিতে ঢাকাসহ সারা দেশে তিন দিনের অভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) পৃথক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে দলগুলো। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকে এ কর্মসূচি শুরু হবে। এর মধ্যে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচ দফা এবং খেলাফত মজলিস ছয় দফা দাবি তুলে ধরেছে।

জামায়াতের কর্মসূচি

রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল হবে। ডা. তাহের বলেন, ‘জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়া ছাড়া অভ্যুত্থানের অর্জন ব্যর্থতায় পর্যবসিত হবে।’ তিনি আরও দাবি করেন, অধিকাংশ রাজনৈতিক দল, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ পিআর পদ্ধতির পক্ষে মত দিয়েছেন। জামায়াতের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন, জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, সরকারের ‘জুলুম-নির্যাতন ও দুর্নীতি’র বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ

রাজধানীর পুরানা পল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেন, ১৮ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে বিক্ষোভ এবং ২৬ সেপ্টেম্বর জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল হবে। তিনি বলেন, দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। চরমোনাই পীর জানান, ইসলামী রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হওয়ার পথে রয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আন্দোলনের সঙ্গে আছে বলেও তিনি উল্লেখ করেন।

খেলাফত মজলিস

ছয় দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস। দলের মহাসচিব আহমদ আবদুল কাদের বলেন, জুলাই জাতীয় সনদকে আইনগত ভিত্তি দিতে হবে এবং পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। অন্য দাবির মধ্যে রয়েছে—সব প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের কার্যকর উদ্যোগ। তিনি জানান, ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর মহানগরীগুলোতে এবং ২৬ সেপ্টেম্বর জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হবে। আহমদ আবদুল কাদের বলেন, ‘দেশের ৯০ শতাংশ মানুষ পিআর পদ্ধতির পক্ষে।’ তবে যুগপৎ আন্দোলনে অন্য দল যুক্ত হবে কি না, তা খোলাসা করেননি। সূত্র : দৈনিক ইত্তেফাক

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম