ঢাকা ৩০ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি গণতন্ত্রের উত্তরণে বাধা দিলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন রাজশাহীতে নির্বাচনী জনসভায় তারেক রহমান ৭১ নিয়ে আগে মাফ চান, পরে ভোট চান: মির্জা ফখরুল আমরা আর কাউকেই টানাটানি করার সুযোগ দেব না: জামায়াত আমির সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে গণ্ডগোলের পাঁয়তারা চলছে: গভর্নর সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি বঙ্গোপসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া দিতে যাচ্ছে ভারত বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদী কায়দায় অপপ্রচার চলছে: মাহদী আমিন

মস্কোতে বিস্ফোরণে রুশপন্থি আধা সামরিক বাহিনীর নেতার মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ ফেব্রুয়ারি, ২০২৫,  11:01 AM

news image

মস্কোতে একটি বিস্ফোরণে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রুশপন্থি আধাসামরিক বাহিনীর নেতা আর্মেন সার্গসিয়ান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, রাশিয়ার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে নিহত আর্মেন সারগসিয়ান ছিলেন ‘আরবাত’ ব্যাটালিয়নের নেতা। সোমবার সকালে মস্কোর উত্তর-পশ্চিমে একটি আবাসিক ভবনের প্রবেশদ্বারে বিস্ফোরণ ঘটলে মারাত্মকভাবে আহত হন তিনি। ঘটনার স্থানটি রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে। বিস্ফোরণের পর আর্মেন সারগসিয়ানকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। তবে নির্ভরযোগ্য একটি টেলিগ্রাম সূত্রের বরাতে বিবিসি জানায়, শেষ পর্যন্ত তিনি আহত অবস্থায় মৃত্যুবরণ করেন। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে সারগসিয়ানের একজন দেহরক্ষীও আছেন। কিছু সূত্র দাবি করেছে, বিস্ফোরণে সারগসিয়ান ছাড়াও অন্তত আরও একজন নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ২০২৩ সালের ডিসেম্বরে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ সারগসিয়ানকে ‘অপরাধী চক্রের নেতা’ হিসেবে অভিহিত করেছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ইউক্রেনে যুদ্ধের জন্য বন্দীদের নিয়োগ করছিলেন। এর আগে ২০১৪ সালের মে মাস থেকেই তিনি হত্যার অভিযোগে আন্তর্জাতিকভাবে অভিযুক্ত ছিলেন। এসবিইউ আরও জানিয়েছে, সারগসিয়ান পলাতক সাবেক ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। সার্গসিয়ানের জন্ম ইউক্রেনের ডনেস্ক অঞ্চলের গোরলোভকা শহরে। ২০১৪ সাল থেকে এটি রাশিয়ার দখলে রয়েছে। তার মৃত্যু নিশ্চিত করে টেলিগ্রাম পোস্টে শহরের মেয়র ইভান প্রিখোদকো বলেছেন, সার্গসিয়ানের সবচেয়ে উল্লেখযোগ্য অর্জন ছিল একটি পৃথক বিশেষ বাহিনী ব্যাটালিয়ন তৈরি ও নেতৃত্ব দেওয়া। সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম