ঢাকা ১৪ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে তিতাস গ্যাসের অভিযানে ৩টি অবৈধ চুন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন আশুলিয়ায় অপহরণের পর শিশুকে গলাকেটে হত্যা, ঘাতক যুবক গ্রেফতার বেসরকারি শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশনের নতুন পরিপত্র ‘শাপলা’ প্রতীক না পেলে রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা এনসিপির হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ বিএনপির জরুরি অবস্থা প্রধানমন্ত্রীর ইচ্ছায় নয়, লাগবে মন্ত্রিসভার অনুমোদন বেঁচে যাওয়া টাকা ফেরত দিলো ধর্ম মন্ত্রণালয় নির্বাচনের সম্ভাব্য সময়ের ধারণা দিলেন সিইসি আগামী বছরের হজের খরচ আরও কমানোর চেষ্টা করা হচ্ছে: ধর্ম উপদেষ্টা ত্বকের যত্নে মধু ব্যবহার করবেন যেভাবে

মধ্যপ্রাচ্যে সংঘাত, বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম

#

নিজস্ব প্রতিবেদক

৩০ সেপ্টেম্বর, ২০২৪,  11:03 AM

news image

ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর ইসরায়েলের হামলায় মধ্যপ্রাচ্যে তেল উৎপাদন ব্যহত হওয়ার ফলে সোমবার (৩০ সেপ্টেম্বর) জ্বালানি তেলের দাম বেড়েছে। খবর রয়টার্স

নভেম্বরে সরবরাহের জন্য অপরিশোধিত জ্বালানি তেল ব্যারেল প্রতি ৭২. ১৪ ডলার বিক্রির চুক্তি হয়েছিল। সেই চুক্তি আজ সোমবার শেষ হয়েছে। এছাড়া ডিসেম্বরে জ্বালানি তেল সরবরারের জন্য নতুন চুক্তি হতে পারে। যেখানে ব্যারেল প্রতি তেল দাম নির্ধারণ করা হতে পারে ৭১.৬৪ ডলার।  তবে সোমবার অপরিশোধিত তেলের নামে নতুন মোড় নিয়েছে। কারণ তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেকের সদস্য ইরান মধ্যপ্রাচ্যে শুরু হওয়া সংঘাতে ব্যাপক ঝুঁকিতে রয়েছে। ফলে তেল উৎপাদনে কিছু বাধার সৃষ্টি হয়েছে। অন্যদিকে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যার প্রভাব পড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের ওপর।  এএনজেড’র গবেষক বলেন, মধ্যপ্রাচ্যে যে সংঘাত তৈরি হয়েছে তাতে ইরান সরাসরি জড়িয়ে পড়তে পারে। এতে করে তেল সরবরাহে ঝুঁকিতে পড়তে পারে ওপেক।  এদিকে রোববার ইয়েমেনে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। দুইদিন আগে লেবাননে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পর ইসরায়েল তার হামলা ইয়েমেনেও প্রসারিত করেছে।  যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন মধ্যপ্রাচ্যে তাদের সামরিক বাহিনীর উপস্থিতি জোরদার করার অনুমতি দিয়েছেন। রোববার পেন্টাগন জানিয়েছে, ইরান যদি যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুকে টার্গেট করে প্রক্সি হামলা শুরু করে। তাহলে ওয়াশিংটনও বসে থাকবে না। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম