
NL24 News
১০ আগস্ট, ২০২৫, 11:12 AM
ভোলায় সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
আহসানুল হক: গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার ও গ্রেফতারের দাবীতে ভোলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরের দিকে ভোলার দৌলতখান প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, ঢাকা গাজীপুর চান্দনা চৌরাস্তায় নৃশংসভাবে কুপিয়ে গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা হয়েছে। পৈশাচিক নির্মম ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচার দাবি জানান তারা। এসময় বক্তব্য রাখেন, জাতীয় প্রেসক্লাবের সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান সাজু, ভোলার দৌলতখান উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ খায়ের, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী জামালসহ দৌলতখানের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।