ঢাকা ২৪ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তরুণদের কর্মসংস্থানে ১৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক সেনা কর্মকর্তা রেদোয়ানসহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান শরিকদের আরও ৭ আসন ছেড়ে দিল বিএনপি তারেক রহমান দেশে ফিরে আগে মায়ের সঙ্গে দেখা করবেন : সালাহউদ্দিন ওসমান হাদির ঘটনায় হাইকমিশনারকে যে বার্তা দিল ভারত ওসমান হাদিকে ‘গিনিপিগ’ বললেন বিএনপি নেত্রী, সমালোচনার ঝড় মেট্রোরেল সেবায় ভ্যাট অব্যাহতির মেয়াদ আরও বাড়ল কুড়াল হাতে সেই যুবকসহ গ্রেপ্তার আরও ১০ জন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: ভোলার থেকে ঢাকা যাবেন প্রায় পঞ্চাশ হাজার বিএনপি নেতাকর্মী

ভোলায় বিএনপির লোক মারা গেছে ইটের আঘাতে, পুলিশের গুলিতে নয়: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০২ আগস্ট, ২০২২,  4:23 PM

news image

ভোলায় বিএনপির লোক মারা গেছেন ইটের আঘাতে, পুলিশের গুলিতে নয়। দেশব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টির জন্যই বিএনপি পরিকল্পিতভাবে ভোলায় সহিংসতা করেছে। এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেছেন, বিএনপি মহাসচিব প্রেসক্লাবের সামনে উস্কানিমূলক কথা বলছেন। তাদের রাজনীতি গুজবের। তাদের এ ধরনের তৎপরতা শুরু হয় আগস্ট মাস আসলে। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি যদি বিশৃঙ্খলা করে জনগণকে নিয়ে আওয়ামী লীগও তাদের প্রতিরোধ করবে। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন,

দেশব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টির জন্য পরিকল্পিতভাবে ভোলায় সহিংসতা করেছে বিএনপি। তাদের নেতাকর্মীরা পুলিশের উপর গুলি ছুঁড়েছে। এক পুলিশ আহত হয়েছে। একজনকে পার্টি অফিসে নিয়ে পিটিয়েছে। যে মারা গেছে সে ইটের আঘাতে মারা গেছে। পুলিশের গুলিতে নয়। বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য লাশ চায়। আওয়ামী লীগের নেতারা এখনও রাস্তায় নামেনি উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আমরা রাস্তায় নামলে তাদের কী অবস্থা হবে তা তারা জানেন না। বিএনপি যদি বিশৃঙ্খলা করে তবে জনগণকে নিয়ে আওয়ামী লীগও তাদের প্রতিরোধ করবে। হরতাল করে লাভ নেই। মানুষ হরতাল পছন্দ করে না। তাদের ডাকা হরতালে এর আগে রাস্তায় যানজট ছিল। মানুষ তাদের হরতালের ডাকে সারা দেবে না। মানুষকে অবরুদ্ধ করতে চাইলে মানুষই প্রতিরোধ করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম