ভোলার দৌলতখানে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি
০৬ অক্টোবর, ২০২৫, 2:35 PM
NL24 News
০৬ অক্টোবর, ২০২৫, 2:35 PM
ভোলার দৌলতখানে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি
আহসানুল হক সাদ্দাম: ভোলার দৌলতখানে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য সহকারীরা ৬ দফা দাবিতে টানা ষষ্ঠতম দিনের কর্মবিরতি পালন করেছেন। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্বাস্থ্য সহকারীরা এই কর্মসূচিতে অংশ নেন। সোমবার (৬ অক্টোবর) দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মবিরতি পালন করেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন দৌলতখান উপজেলা শাখার সদস্যরা। ৬ দফা দাবির মধ্যে রয়েছে, বেতনবৈষম্য নিরসন, নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও বিজ্ঞান সংযোজন, ইন সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে ১১তম গ্রেডে প্রতিকরণ, টেকনিক্যাল পদমর্যদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেট প্রদান। স্বাস্থ্য সহকারীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করেও কোনো সিদ্ধান্ত না পাওয়ায় তারা বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছেন এবং ১ অক্টোবর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছেন। তারা দ্রুত ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন। কর্মবিরতিতে উপস্থিতি ছিলেন দৌলতখান উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হাজি মাইনুদ্দিন , সিনিয়র সহসভাপতি নুরে আলম, স্বাস্থ্য পরিদর্শক নজরুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আব্দুল মতিন প্রমূখ।