ভোগান্তি ছাড়াই ঢাকা ছাড়ছেন উত্তরের ঘরমুখো মানুষ
নিজস্ব প্রতিবেদক
২৭ মার্চ, ২০২৫, 11:29 AM

নিজস্ব প্রতিবেদক
২৭ মার্চ, ২০২৫, 11:29 AM
ভোগান্তি ছাড়াই ঢাকা ছাড়ছেন উত্তরের ঘরমুখো মানুষ
ছুটি পেয়ে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে বাড়ি ফিরছেন উত্তরের ঘরমুখো মানুষজন। তবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নেই কোনো যানজট। কোথাও কোনো ভোগান্তি ছাড়াই ফিরছেন তারা। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে যানবাহনের চাপ কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। এর আগে বুধবার (২৬ মার্চ) থেকেই কর্মজীবী মানুষজন রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন। কেউ বাস ট্রাকে আবার অনেকেই ব্যক্তিগত যানবাহনে বাড়ি ফিরছেন। অনেকেই আবার মহাসড়কের যানজটের ভোগান্তি থেকে রেহাই পেতে আগে থেকেই পরিবারের সদস্যদের বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। মহাসড়কে কোথাও কোনো প্রকার ভোগান্তির শিকার হতে হচ্ছে না তাদের জানা যায়, মহাসড়কের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত চারলেন সুবিধা থাকলেও এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত চারলেন প্রকল্পের দুই ফেইজের কাজ চলমান রয়েছে। ফলে চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত যানবাহন স্বাভাবিক গতি আসতে পারলেও এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার রাস্তায় ভোগান্তির আশঙ্কা রয়েছে। হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ পরিদর্শক মো. দেলোয়ার হোসেন জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রাখা হয়েছে। যাত্রীদের সুষ্ঠুভাবে যাতায়াত নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।