ঢাকা ৩০ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে ৩২ বস্তা টাকা, চলছে গণনা ট্রাম্প আরোপিত অধিকাংশ শুল্কই অবৈধ: মার্কিন আদালত জ্ঞান ফিরেছে নুরের, শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষে আহত ২০ বিদেশে ছাপা হবে ৬০০ কোটি টাকার পাঠ্যবই রাজনীতি ছেড়ে অভিনয়ে ফেরার ইঙ্গিত কঙ্গনার শেরপুরে বিলের পানিতে ডুবে দুই শিশুর মত্যু কিশোর গ্যাং ঠেকানোর কার্যকর উদ্যোগ নেই রামপালে পুলিশের পোশাক পরে ডাকাতি, আটক ২

ভোলায় নদী ভাঙন রো‌ধের দাবী‌তে সড়ক অব‌রোধ, পা‌নি উন্নয়ন বোর্ড ঘেড়াও

#

২৫ আগস্ট, ২০২৫,  3:31 PM

news image

আহসানুল হক: ভোলা সদর উপ‌জেলার শিবপুর ও দৌলতখান উপ‌জেলার মেদুয়া ইউনিয়‌নে মেঘনা নদী ভাঙন রো‌ধের দাবী‌তে মানববন্ধন ও সড়ক অব‌রোধ ক‌রে পা‌নি উন্নয়ন বোর্ড ঘেড়াও কর্মসূ‌চি পালন ক‌রে‌ছেন এলাকাবাসী। সোমবার সকাল সা‌ড়ে ১০ টার দি‌কে ‌ভোলার শহ‌রের যুগীর‌ঘোল এলাকায় পা‌নি উন্নয়ন বোর্ড অ‌ফি‌সের সাম‌নে ভোলার সদরের শিবপুর ও দৌলতখান উপ‌জেলার মেদুয়া ইইনিয়‌নের স্থানীয় বা‌সিন্দা এই কর্মসূ‌চি পালন ক‌রেন । এদি‌কে সকা‌ল ১০ টা থে‌কে ওই দুই ইউনিয়‌নের বা‌সিন্দারা জ‌ড়ো হ‌য়ে প্রথ‌মে পা‌নি উন্নয়ন বোর্ড অ‌ফি‌সের সাম‌নে মানবন্ধন প‌রে সড়ক অ‌বরোধ ক‌রে ‌শ্লোগান ক‌রেন। এনরপর পা‌নি উন্নয়ন বোর্ড অ‌ফিস ঘেড়াও ক‌রেন।  অন‌্যদি‌কে এসময় পা‌নি উন্নয়ন বো‌র্ডের গে‌টের পু‌লি‌শ নিরাপত্তায় ঘি‌ড়ে রাখ‌লেও পু‌লি‌শের বাঁ‌ধা ভে‌ঙে স্থানীয়রা পা‌নি উন্নয়ন বোর্ড চত্ত্ব‌রে প্রবেশ ক‌রে আবারও শ্লোগান দেন। এরপর তারা পা‌নি উন্নয়ন বো‌র্ডের নির্বাহী প্রকৌশলী মো: জিয়া উদ্দী‌ন আরি‌ফের কা‌ছে স্মারক লি‌পি প্রদান ক‌রেন। প‌রে পা‌নি উন্নয়ন বো‌র্ডের আশ্বা‌সে কর্মসূ‌চি প্রত‌্যাহার ক‌রেন ।

এদি‌কে এই কর্মসূ‌চির ঘটনায় প্রায় ১ ঘন্টা ওই সড়‌কে বন্ধ থা‌কে সব ধর‌ণের যানবাহন চলাচল। শিবপুর ইউনিয়‌নের স্থানীয় বা‌সিন্দা ও ওই ইউনিয়‌নের বিএন‌পির সভাপ‌তি একেএম নুর হো‌সেন জানান, শিবপুর ও দৌতলখা‌নের মেদুয়া ইউনিয়‌ন র্দীঘ দিন মেঘনা নদীর ভাঙন চ‌লে আস‌লেও পা‌নি উন্নয়ন বো‌র্ডের কোন ভু‌মিকা নেই। তারা কিছু‌দিন আগে অল্প কিছু এলাকায় জিও ব‌্যাগ ফে‌লে‌ছেন কিন্তু কোন লাভ হ‌চ্ছে না। ওই ব‌্যাগ পা‌নি‌তে নি‌য়ে যা‌চ্ছে। এই ব‌্যাগ ফে‌লে কোন ভাঙন বন্ধ হ‌বে না। আমরা চাই স্থানীয় সমাধান। এই ইউনিয়‌নের বা‌সিন্দা ইয়া‌ছিন আরাফাত সোহাগ জানান, প্রতিদিনই মেঘনা ভাঙ‌নের ফ‌লে বসতঘর, ফস‌লি জ‌মিসহ বি‌ভিন্ন স্থাপনা নদীর গ‌র্ভে বি‌লিন হ‌চ্ছে। জিও ব‌্যাগ ফে‌লে এই ভাঙন বন্ধ করা সম্ভব নয়। আমরা র্দীঘ দিন ধ‌রে সি‌সি ব্লক দ্বারা স্থায়ী বাঁধ নির্মা‌ণের দাবী কর‌ছি কিন্তু কোন ফল আস‌ছে না। তাই আমরা দুই ইউনিয়‌নের বা‌সিন্দারা এক হ‌য়ে আজ এই কর্মসূ‌চি পালন ক‌রে‌ছি। ত‌বে পা‌নি উন্নয়ন বো‌র্ডের নির্বাহী প্রকৌশলী মো: জিয়া উদ্দী‌ন আরি‌ফ জানান, শিবপুর ও মেদুয়া ইউনিয়‌নের বা‌সিন্দারা বি‌ক্ষোভ ক‌রে‌ছেন। আমার কা‌ছে স্মারক‌লি‌পি দি‌য়ে‌ছেন। আমি তা‌দের আশ্বাস দি‌য়ে‌ছি এক‌টি প্রকল্পের মাধ‌্যমে সি‌সি ব্লক দি‌য়ে স্থায়ী বাঁধ নির্মান করা হ‌বে। ওই প্রকল্প‌টি অনু‌মোদ‌নের অ‌পেক্ষায় র‌য়ে‌ছে। প‌রে তারা আমার আশ্বা‌সে কর্মসূ‌চি প্রত‌্যাহার ক‌রে‌ছেন


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম